ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু বন্দুকযুদ্ধ ॥ ৬ জিম্মি উদ্ধার

প্রকাশিত: ০৪:০২, ৫ সেপ্টেম্বর ২০১৭

সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যু বন্দুকযুদ্ধ ॥  ৬ জিম্মি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের কোকিলমনি শেলারচর এলাকায় কোস্টগার্ড ও বনদস্যুর মধ্যে দুই ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ঘটনাস্থল থেকে কোস্টগার্ড বনদস্যুদের হাতে অপহৃত ৬ জেলে ও ইঞ্জিনচালিত একটি নৌকা উদ্ধার করে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মুক্তিপণের দাবিতে জেলে অপহরণের পর কুখ্যাত বনদস্যু বড় ভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনির শেলারচর এলাকার নীলবাড়িয়া খালে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি চালাতে শুরু করে। জবাবে কোস্টগার্ডও গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময়ের পর দস্যুরা জিম্মিদের ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে বনদস্যুদের হাতে অপহৃত ৬ জেলে ও একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, দস্যু দমন ও জিম্মি জেলেদের উদ্ধার সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
×