ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরুভূমি ঢেকে গেল ফুলে

প্রকাশিত: ০৩:৪১, ৫ সেপ্টেম্বর ২০১৭

মরুভূমি ঢেকে গেল ফুলে

মরুভূমির কথা আসলেই চোখে ভেসে ওঠে ধু-ধু বালুর প্রান্তর। তাতে প্রাণের ছোঁয়া অকল্পনীয়। আর এমন জায়গায় হঠাৎ ফুল ফুটলে অবাক না হয়ে উপায় আছে। চিলির আতাকামা মরুভূমিতে এমন ঘটনাটি ঘটেছে। এটি পৃথিবীর অন্যতম শুষ্ক মরুভূমি। মে মাসে ভারি বৃষ্টিপাত হয়। তখন প্রবল বন্যারও সৃষ্টি হয়। আর বৃষ্টিতে অপূর্ব সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়। ফুলে ফুলে ভরে যায় মরুভূমি।-গার্ডিয়ান অনলাইন শিশুর চাকরির আবেদন যুক্তরাজ্যে শিশুদের জন্য একটি এ্যানিমেশন থিম পার্কে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। এতে ডিজাইনার বা নক্সাকার পদে আবেদন করেছে ছয় বছরের একটি শিশু। আবেদনে সে লিখেছে, এ চাকরির জন্য আমিই যোগ্য। কারণ, এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। বয়সের কারণে তাকে চাকরি দেয়া হয়নি। তবে তাকে একদিনের জন্য থিম পার্কের অন্য নক্সাকারদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। -ইন্ডিপেন্ডেন্ট অনলাইন
×