ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে মন্ত্রিসভায় রদবদল ॥ নির্মলা সীতারামন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৩:১৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

ভারতে মন্ত্রিসভায় রদবদল ॥ নির্মলা সীতারামন প্রতিরক্ষামন্ত্রী

ভারতের ইতিহাসে প্রথম কোন নারী পেলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্ব। ৫৮ বছর বয়সী নির্মলা সীতারামন আগের দফায় বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। রবিবার তাকে পূর্ণমন্ত্রীর শপথ পড়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এনডিটিভির। এর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী তার হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় রেখেছিলেন। মোদির মন্ত্রিসভায় তৃতীয় দফা রদবদলে আরও তিন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। খবর আগের বিদ্যুত প্রতিমন্ত্রী পীযূষ গোয়েল পেয়েছেন রেলওয়ের দায়িত্ব। জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পেয়েছেন দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নকভিকেও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। রদবদলের কারণে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৭৬-এ। নতুন নয়জনের স্থান হয়েছে, পদমর্যাদা বেড়েছে চারজনের। নতুন দায়িত্ব পাওয়া নয় প্রতিমন্ত্রী হলেন- সাবেক পররাষ্ট্র কর্মকর্তা হারদীপ সিং পুরি, সাবেক আইএস কর্মকর্তা কে জে আলফোন্স, উত্তরাখ-ের এমপি অনন্তকুমার হেগড়ে, সাবেক স্বরাষ্ট্র সচিব ও আরাহ-র এমপি আর কে সিং, যোধপুরের এমপি গজেন্দ্র সিং, মুম্বাইয়ের পুলিশ কমিশনার ও বাঘপতের এমপি সত্যপাল সিং, উত্তরপ্রদেশের রাজ্যসভার সদস্য শিবপ্রতাপ শুকলা, বক্সারের এমপি অশ্বিনী চৌবে এবং তিকামগড়ের এমপি বীরেন্দ্র কুমার।
×