ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এলিট পেইন্টের ‘লীড সেফ পেইন্ট’ সনদ অর্জন

প্রকাশিত: ০৪:০৩, ১ সেপ্টেম্বর ২০১৭

এলিট পেইন্টের ‘লীড সেফ পেইন্ট’ সনদ অর্জন

এলিট পেইন্ট বাংলাদেশের প্রথম পেইন্ট কোম্পানী হিসেবে “লীড সেফ পেইন্ট” সনদপত্র অর্জন করে। অমুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান আইপিইএন এর সহযোগিতায় এই সনদপত্র প্রদান করা হয়। সরকারের আইন অনুসারে লীড ফ্রি স্ট্যান্ডার্ড রক্ষা করে বাজারে পেইন্ট সরবরাহ করায় এলিট পেইন্ট এ সনদপত্র অর্জন করেন। এর মাধ্যমে ক্রেতাগণ ৯০ পিপিএম এর কম কনটেন্ট পেইন্ট ব্যবহার করতে পারছেন। তৃতীয় পক্ষ হিসেবে ঝঈঝ এষড়নধষ ঝবৎারপবং এর এলিট পেইন্টকে সীসামুক্ত পেইন্ট হিসেবে অনুমোদন প্রদান করেন। ঝঈঝ এষড়নধষ ঝবৎারপবং এর বিশেষজ্ঞরা নিশ্চিত করেন পেইন্ট কোম্পানীগুলোর পেইন্টে ৯০ পিপিএম এর কম কনটেন্ট থাকতে হবে। ৯০ পিপিএম এর কম কনটেন্ট থাকায় এলিট পেইন্টকে ‘লীড সেফ পেইন্ট’ সনদপত্র প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×