ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নির্জন দ্বীপে ৪০ বছর

প্রকাশিত: ০৪:৪২, ২৮ আগস্ট ২০১৭

নির্জন দ্বীপে ৪০ বছর

কানাডার মূল ভূখ- থেকে ১৯০ মাইল দূরে স্যাবেল আইল্যান্ড দ্বীপটি দৈর্ঘ্যে ২৬ মাইল এবং প্রস্থে এক মাইল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যে দ্বীপে সাধারণ মানুষের আনাগোনা নেই বললেই চলে সেখানে গত চল্লিশ বছরেরও বেশি সময় ধরে হালিফাক্স শহরের বাসিন্দা জো লুকাস নামের এক নারী একা বসবাস করে আসছেন। ওয়েবসাইট স্মার্টফোন এ্যাপে ইসিজি হৃদরোগে আক্রান্তদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করবে এমন ডিভাইস বানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই ডিভাইস হৃদস্পন্দন পর্যবেক্ষণের পর চিকিৎসকদের স্মার্টফোনে ইলেকট্রোডায়াগ্রাম বা ইসিজি পাঠাবে। মার্কিন প্রতিষ্ঠান এ্যালাইভকোর ‘কারডিয়া মোবাইল’ নামের তারবিহীন এই ডিভাইস বানিয়েছে। এটি এ্যাপল আর এ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য বানানো একটি এ্যাপের মাধ্যমে রোগীদের স্মার্টফোনে যুক্ত হয় এবং ৩০ সেকেন্ডের মধ্যে ইসিজি চিকিৎসকদের কাছে পাঠায়। আইএএনএস
×