ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইছামতিতে বালু উত্তোলন ॥ হুমকিতে সেচখাল

প্রকাশিত: ০৫:০৬, ২৭ আগস্ট ২০১৭

ইছামতিতে বালু উত্তোলন ॥ হুমকিতে সেচখাল

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৬ আগস্ট ॥ পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সেচখাল ইছামতি নদীর তলদেশ থেকে ঠিকাদার প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির সম্মুখীন হয়ে পড়ছে দু’পাড়ের বাঁধ ও ব্রিজ। সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাতা ঠিকাদার এ বালি উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তিন তলা ভবনের নির্মাণাধীন প্রকল্পের জায়গায় খাল ভরাটের জন্য বালু বাইরে থেকে নিয়ে আসার কথা থাকলেও ইছামতি নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে ঠিকাদারের লোকজন। এর ফলে প্রকল্পের দু’পাশের বাঁধ ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে। হুমকির মুখে ইছামতি ব্রিজটি। প্রধান সেচখালের বাঁধ ভেঙ্গে গেলে পানির তোড়ে বিস্তীর্ণ এলাকার মাঠের ফসল এবং জনবসতি ভেসে যাবে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ। বালি উত্তোলন করায় নিচের অংশ ফাঁকা হওয়ায় বাঁধ ও ব্রিজটি মারাত্মক বিপর্যয়ে পরতে পারে বলে এলাকার মানুষ আশঙ্কা করছেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ আগস্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার দোয়া মাহফিল ও আলোচনাসভা করেছে বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি ঠাকুরগাঁও এরিয়া। দুপুরে জনতা ব্যাংক লিঃ ঠাকুরগাঁও এরিয়া কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন বাবু। সংগঠনের সভাপতি মনজুনুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লাহ্ এবং বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জাহাংগীর হোসেন জোয়ার্দার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, দফতর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টু, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।
×