ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাফটা থেকে সরে আসার ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ আগস্ট ২০১৭

নাফটা থেকে সরে আসার ইঙ্গিত দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দেয়াল নির্মাণ ইস্যুতে শাটডাউন বা সরকারের কাজকর্ম বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) বাতিল করাসহ আরিজোনা অঙ্গরাজ্যের সাবেক শেরিফ জো আরপিওয়াওকে মার্জনার ইচ্ছা প্রকাশ করেছেন। ওই শেরিফ লাতিনো জনগোষ্ঠীর কাছে একজন বিরাগভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। ওয়াশিংটন পোস্ট। এক ঘণ্টার কিছু বেশি সময়ের ওই বক্তৃতায় ট্রাম্প নাফটা নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি জানিয়ে দেন চুক্তির অগ্রগতি নিয়ে কানাডা বা মেক্সিকোর সঙ্গে আলোচনায় বসার কোন ইচ্ছা তার নেই। বরং তিনি এ চুক্তির অবসান ঘটাতে ইচ্ছুক। তিনি অভিযোগ করেন ডেমোক্র্যাটদের বিরোধিতার জন্য মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সম্ভব হচ্ছে না। তিনি বলেন, কংগ্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য একটি গবর্নমেন্ট শাটডাউন প্রয়োজন হতে পারে। এছাড়া তিনি ফিলিবাস্টার বিধিতে পরিবর্তন এনে সিনেটে যে কোন বিল পাস করানোর জন্য ৬০টি ভোট যথেষ্ট বিবেচনার করার প্রস্তাব দেন। রিপাবলিকান নেতৃবৃন্দ অবশ্য আগেই এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করেছেন। শার্লটসভিল হামলার নিন্দা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় উগ্রতা, গোঁড়ামী এবং সহিংসার নিন্দা জানিয়েছিলাম। কিন্তু মিডিয়া যথাযথভাবে আমার বক্তব্য তুলে ধরেনি।’ উল্লেখ্য ট্রাম্প সবসময়ই মিডিয়াকর্মীদের ‘অসুস্থ মানুষ’ অভিহিত করে এসেছেন। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প যখন সমালোচনার মুখে থাকেন বা জনপ্রিয়তা হারাতে বসেছেন বলে মনে করেন তখন তিনি এ রকম বিশাল সমাবেশ ডেকে জনতার সামনে নিজের বক্তব্য তুলে ধরেন।
×