ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১১ মাসেও বকেয়া পায়নি ২৭শ’ শ্রমিক

প্রকাশিত: ০৫:৩২, ২২ আগস্ট ২০১৭

১১ মাসেও বকেয়া পায়নি ২৭শ’ শ্রমিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লে-অফ ঘোষণার ১১ মাস অতিক্রান্ত হওয়ার পরও বকেয়া মজুরি পায়নি চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত একটি প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ৭০০ শ্রমিক। ইয়ং ইন্টারন্যাশনাল গ্রুপ নামের এ প্রতিষ্ঠানটির মালিকপক্ষ বারবার মজুরি পরিশোধের আশ্বাস দিয়েও মজুরি পরিশোধ করছে না। অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচী প্রদান করা হবে বলে জানিয়েছে শ্রমিক-কর্মচারী পরিষদ। সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘ইয়ং ইন্টারন্যাশনাল গ্রুপ শ্রমিক-কর্মচারী পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিকরা বলেন, কোম্পানি লে-অফ করার পর ১১ মাস গত হয়েছে কিন্তু আমরা দুই হাজার ৭০০ শ্রমিক-কর্মচারী এখনও আমাদের বকেয়া বেতন-ভাতা পাইনি। মালিকপক্ষ দফায় দফায় সময় নিয়ে পাওনা পরিশোধের অঙ্গীকার করলেও তা পূরণ করেনি। এমতাবস্থায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ইতোমধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং সিইপিজেড থানাকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। বরং উল্টো কোম্পানির লোকেরা গোডাউনে রাখা বিপুল পরিমাণ মালামাল রাতের অন্ধকারে বিক্রি করে দেয়ার পাঁয়তারা করছে। এক্ষেত্রে বেপজা কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও তারা অভিযোগ আনেন।
×