ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী ঠেকাতে আবাসিক হোটেলে ৮ দফা নির্দেশনা

প্রকাশিত: ০৮:২২, ২১ আগস্ট ২০১৭

জঙ্গী ঠেকাতে আবাসিক হোটেলে ৮ দফা নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী হামলা ঠেকাতে ডিএমপি কমিশনার রাজধানীর আবাসিক হোটেলগুলোকে আট দফা নির্দেশনা দিয়েছেন। গত ১৭ আগস্ট এ নির্দেশনা জারি করা হয়। শনিবার ওই নির্দেশনা থানাগুলোতে পৌঁছানোর পর থানার সব আবাসিক হোটেলে তা জানিয়ে দেয়া হয়। আট দফা নির্দেশনায় রয়েছে-আবাসিক হোটেলে বোর্ডার প্রবেশের সময়ে তার ছবি তুলতে হবে। বোর্ডারের জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট/ড্রাইভিং লাইন্সের কপি সংগ্রহ করতে হবে। বোর্ডারের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা এবং ফোন নম্বর রাখতে হবে। বোর্ডারের দেয়া মোবাইল নম্বরে তাৎক্ষণিক কল করে এর সঠিকতা যাচাই করতে হবে। আর্চওয়ে দিয়ে দেহ তল্লাশি করতে হবে। আর্চওয়ে না থাকলে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করতে হবে। বোর্ডার যতবার হোটেলে প্রবেশ করবে ততবারই দেহ তল্লাশি করতে হবে। সব লাগেজ স্ক্যানার দিয়ে চেক করতে হবে। স্ক্যানার না থাকলে ম্যানুয়াল চেকের ব্যবস্থা করতে হবে। বোর্ডার হোটেলে অবস্থানকালে যতবার লাগেজ, ব্যাগ, মালামাল নিয়ে প্রবেশ করবে ততবারই ওই লাগেজ, ব্যাগ, মালামাল স্ক্যান ও ম্যানুয়াল চেক করতে হবে। কোন অতিথি এলে অনুরূপভাবে তার দেহ ও ব্যাগ তল্লাশি করতে হবে। সিসি ক্যামেরা (রাতের ছবি ধারণ ক্ষমতাসম্পন্ন) স্থাপন করতে হবে এবং হোটেলের চার পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। ভেহিকেল স্ক্যানার দিয়ে গাড়ি চেকিংয়ের ব্যবস্থা করতে হবে।
×