ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদেশে বসে বেগম জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০০, ২০ আগস্ট ২০১৭

বিদেশে বসে বেগম জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। আর এই চক্রান্তের মূল হোতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সেই অশুভ কালো হাত আবার ছোবল দেয়ার জন্য প্রস্তুত হয়েছে। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ওই চক্রান্ত এবারও সফল হয়নি। স্বাধীনতাবিরোধীরা যাতে আর কোনদিন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকরের দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দেশের খ্যাতনামা ও জনপ্রিয় অভিনয় শিল্পী, নায়ক-নায়িকা, কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা হাতে হাত ধরে মানববন্ধন গড়ে তুলে ঘৃণা-ধিক্কার জানিয়েছেন বঙ্গবন্ধুর খুনী ও নেপথ্যের ষড়যন্ত্রকারীদের। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর দেশের কোন আদালত এই নির্মম হত্যাকা-ের কোন বিচার করেনি। খুনী মোস্তাক-জিয়া, খালেদা জিয়া, এইচএম এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। খালেদা জিয়া উল্টো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের স্থান বাংলার মাটিতে হবে না। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া দেশে আবারও অস্থিরতা সৃষ্টি করছেন। তাঁকে দেশ থেকে চিরদিনের জন্য নির্মূল করতে হবে। তাহলে দেশে আর অস্থিরতা থাকবে না। এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। ওই ঘাতকদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে দেশে আর হাওয়া ভবনের শাসনে ফিরে আসতে দেয়া যাবে না। তাই আগামী নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তিরা যাতে ক্ষমতায় না আসে যে জন্য আপনাদের সজাগ থাকতে হবে। বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ন্যায় বিচারের কথা বলে যারা আজ মায়া কান্না করছেন তারা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন। ১৫ আগস্ট দেশের অশুভ শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। যেখানে পাকিস্তানীরা তাঁকে হত্যা করতে সাহস পায়নি, সেখানে বাংলাদেশের কিছু কুলাঙ্গার তাঁকে হত্যা করেছে। এই হত্যার বিচার আমরা ২১ বছর পর শুরু করে তা শেষ করেছি। তিনি বলেন, বিএনপির চক্রান্ত ব্যর্থ হলেও তারপরও তারা চক্রান্ত করছে, করবে। কারণ বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্তের মূল হোতা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা আবার ওই ষড়যন্ত্রের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করতে চায়। তাই বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ঘাতকদের বাংলাদেশে ফিরবে, নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশের ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানান। তিনি বলেন, সব পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের পাশাপাশি নেপথ্যের কুশিলবদের মুখোশও জাতির সামনে উন্মোচন করতে হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে মানববন্ধনে ‘ভুলি নাই, ভুলবো না’ সেøাগানে বঙ্গবন্ধুর জীবনী থেকে পাঠ করে শোনান চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, চিত্রনায়ক বাপ্পা রাজ, কণ্ঠশিল্পী শুভ্র দেব, এসডি রুবেল, পিন্টু ঘোষ, সুকন্যাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যরা। বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিমূলক দিক আবৃত্তিকালে এ্যাডভোকেট তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মানববন্ধনে আরও অংশ নেন অভিনয়শিল্পী ড. ইনামুল হক, শমী কায়সার, আজিজুল হাকিম, রোজিনা, তমালিকা কর্মকার প্রমুখ।
×