ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দার্জিলিংয়ে বড় ধরনের বিস্ফোরণ, ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৩:৪৪, ২০ আগস্ট ২০১৭

দার্জিলিংয়ে বড় ধরনের বিস্ফোরণ, ৫০টি  দোকান ক্ষতিগ্রস্ত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরের একটি সুপার মার্কেট এলাকায় শুক্রবার মাঝ রাতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। -ইকোনমিক টাইমস ও ওয়ান ইন্ডিয়া অনলাইন। বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারীদের ধারণা, বেশকিছু দিন ধরেই ওই এলাকায় মজুত করা হচ্ছিল বিস্ফোরক। কে বা কারা এ ঘটনার পেছনে জড়িত সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্ফোরণের সঙ্গে পাহাড়ে অব্যাহত আন্দোলনের কোন সম্পর্ক আছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছান ফরেনসিক বিশেষজ্ঞরা। বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেন তারা। বিস্ফোরণের ফলে এলাকার প্রায় ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক দোকানের শাটার ফুটো হয়ে গেছে, ভেঙ্গেছে জানালার কাচ। ফাটল দেখা দিয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িতে। বিস্ফোরণের জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা পুলিশ সুপারের দাবি, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণের সময় প্রায় ৪০ ফুট ওপর পর্যন্ত এর প্রভাব ছিল।
×