ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই মন্ত্রী যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী বন্যা কবলিত দিনাজপুর ও কুড়িগ্রামে যাবেন রবিবার

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ আগস্ট ২০১৭

দুই মন্ত্রী যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী বন্যা কবলিত দিনাজপুর ও কুড়িগ্রামে যাবেন রবিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার বন্যা কবলিত উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন। খবর বাসস’র। প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গা হাই স্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওইদিন বিকেলে ঢাকায় ফিরবেন। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ শুক্রবার যাচ্ছেন তারা। দিনাজপুর সদর ও বিরল উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
×