ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাকাব প্রহরীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:১১, ১৭ আগস্ট ২০১৭

রাকাব প্রহরীকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৬ আগস্ট ॥ বুধবার ভোরে লালমনিরহাট জেলার গোকুন্ডা ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখায় ডাকাতি করতে এসে নৈশপ্রহরী মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে (৫৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ব্যাংকের গেট খুলে ভেতরে প্রবেশ করে ব্যাংকের ভোল্ট খুলতে ব্যর্থ হওয়ায় নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সদস্যদের চিনতে পাড়ায় নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রশিদ তিস্তা এলাকার বাসিন্দা। সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে ব্যাংকটি ঘিরে রাখে। এ ব্যাপারে পুলিশ সুপার এস এম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতের চেষ্টা করা হয়েছিল কিন্তু ভোল্ট খুলতে না পারায় নৈশপ্রহরীকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। বরিশালে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নিখোঁজের দুদিন পর ঝালকাঠির নলছিটি এলাকার সুগন্ধা নদী থেকে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাজেদুল ইসলাম শাহরিয়ারের লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শাহরিয়ার নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মেডিক্যাল লেনের বাসিন্দা নৌ বাহিনীর সদস্য নজরুল ইসলামের ছেলে। নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, বুধবার দুপুরে নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শাহরিয়ারের স্বজনরা এসে লাশটি নিখোঁজ শাহরিয়ারের বলে শনাক্ত করেন। শ্রীপুরে নবজাতক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে কাদাপানি থেকে বুধবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাথার ব্রিজ সংলগ্ন খালের কাদাপানি মধ্যে পলিথিনে মোড়ানো একটি শিশুর লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকের লাশটি উদ্ধার করে। সৈয়দপুরে যুবক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সামিউল ইসলাম রিফাত (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। বুধবার সকালে সৈয়দপুর উপজেলার কাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত ওই এলাকার মৃত সোহরাব তহশীলদারের ছেলে। তবে যুবকের আত্মহত্যার কারণ কেউ জানাতে পারেনি। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, রাতের কোন এক সময় রিফাত তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বোয়ালমারীতে বৃদ্ধা সংবাদদাতা বোয়ালমারী, ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ডহরনগর গ্রাম থেকে সুবল বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। প্রায় তিন মাস আগে ভারত থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসে। মঙ্গলবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরের দিন বুধবার সকালে তার বাড়ির থেকে ২শ’ গজ দূরে ওই গ্রামের বাসিন্দা চন্দ্র মহল ভট্টাচার্জের বাড়ির পাশে জামবুরা গাছে তার লাশ ঝুলন্তে দেখতে পায় সুবলের স্ত্রী রানী বিশ্বাস। পরে থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
×