ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবসেবায় শহীদ আফ্রিদি

প্রকাশিত: ০৪:৩৪, ১৭ আগস্ট ২০১৭

মানবসেবায় শহীদ আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটের সর্বশেষ স্বীকৃত তারকা। জন্মভূমি, সেকেন্ড হোম হয়ে ওঠা আরব আমিরাত, এমনকি শত্রুদেশ ভারতেও সমান জনপ্রিয় তুখোড় এ অলরাউন্ডার। অনেকদিন হলো সবধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। এখন তার মূল কাজ সমাজসেবা। পাশাপাশি টুকটাক ক্রিকেট কোচিং করানো। তবে নিজের ফাউন্ডেশন নিয়েই মূলত ব্যস্ততা এখন পাকিস্তানী লিজেন্ডের। এই ফাউন্ডেশন গড়ে তুলতে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু ঠিক কী কাজ করছে আফ্রিদি ফাউন্ডেশন? ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন বিস্তারিত। আফ্রিদির গড়া ফাউন্ডেশনের প্রধান কাজ হচ্ছে থর মরুভূমি অঞ্চলে। ওইসব দুর্গম অঞ্চলে এমন কিছু জায়গা আছে যেখানে বাচ্চারা জন্মের ৩ মাসের মধ্যেই মারা যায়। কুসংস্কারের তীব্রতা, খাদ্য এবং চিকিৎসার অভাবে এমন করুণ পরিণতি বরণ করতে হয় শিশুদের। আফি্িরদ ফাউন্ডেশন সেইসব দুর্গম জায়গায় চলে যাচ্ছে শিশুদের বাঁচাতে। সেখানে মা এবং শিশুদের জরুরী স্বাস্থ্যসেবা দিচ্ছেন, এমনকি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছেন আফ্রিদি। ক্রিকেটে ৪০০ ছক্কা হাঁকানো এই ক্রিকেটারের স্বপ্ন, ‘একদিন এই মৃত্যুলীলা বন্ধ হবে।’
×