ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নাটোরে ৬৫ হাজার গরু প্রস্তুত কোরবানির জন্য

প্রকাশিত: ০৩:৫৩, ১৭ আগস্ট ২০১৭

নাটোরে ৬৫ হাজার গরু প্রস্তুত কোরবানির জন্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির ঈদ সামনে রেখে নাটোরে এবার ৬৫ হাজার গরু মোটাতাজা করা হয়েছে। দেশীয় পদ্ধতিতে লালন-পালনের পাশাপাশি ব্যবহার করা হয়নি স্টেরয়েড জাতীয় কোন ওষুধ। বাজারে মাংসের দাম বেশি থাকায়; এ সব গরু বিক্রি করে ভাল লাভের আশা করছেন খামারিরা। তবে, তাদের শঙ্কা ভারতীয় গরু আমদানি হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। চলছে গরু মোটাতাজা করার কাজ। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা জাতের গরু সংগ্রহ করেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে ৯-১০ মাস লালন-পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেন। খামারিরা বলছেন, ভূষি, খৈল, খড়সহ অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বাড়ায় এবার পশুপালনে খরচ বেশি হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাটোরের খামারে-খামারে ভিড় করছেন বেপারিরা।
×