ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ আগস্ট ২০১৭

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস), ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) ও বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (মোট ৩টি) বিভাগের উদ্যোগে ‘টিম বিল্ডিং এ্যান্ড সেল্ফ এ্যাসেসমেন্ট প্রোসেস এট প্রোগ্রাম লেভেল ইন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শীর্ষক ওয়ার্কসপ গত ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়। তিনটি ওয়ার্কসপেরই উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বাংলাদেশ বিশ^বিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশোনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সহযোগিতায় উপরোক্ত ৩টি বিভাগ পৃথক পৃথকভাবে আয়োজিত ওয়ার্কসপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. এ কে এম মহিউদ্দিন ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ। ওয়ার্কসপে সভাপতিত্ব করেন স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানগণ। ওয়ার্কসপে বিভাগসমূহের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি।
×