ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবিধান সংশোধন মানবে না পিপিপি

সব প্রদেশে শোভাযাত্রার পরিকল্পনা নওয়াজের

প্রকাশিত: ০৩:৩৫, ১৬ আগস্ট ২০১৭

সব প্রদেশে শোভাযাত্রার পরিকল্পনা নওয়াজের

পাকিস্তানে সুপ্রীমকোর্টের একটি আদেশে সম্প্রতি প্রধানমন্ত্রী পদে থাকার ‘অযোগ্য’ ঘোষিত হবার পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দলের নেতাকর্মীদের সঙ্গে তার জনসংযোগ করার অংশ হিসেবে পাঞ্জাবের আগে দেশটির অন্য প্রদেশগুলোতে শোভাযাত্রা করার পরিকল্পনা করছেন। এজন্য তিনি সম্ভত খায়বার পাখতুনখোয়া প্রদেশকে প্রথমে বেছে নিতে পারেন। নওয়াজের চরম প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রদেশটিতে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন, পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএল-এন) সরকারের সংবিধান সংশোধনকে সমর্থন করবে না তার দল। সম্প্রতি সংবিধানের ৬২ ও ৬৩ ধারায় নিজ পদে থাকার অযোগ্য ঘোষিত হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। খবর ডন ও এক্সপ্রেস ট্রিবিউনের। দেশটির সুপ্রীমকোর্টে সম্প্রতি অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের একজন এমপি ডনকে জানান, নওয়াজ শরীফ মানসেরা জেলায় পিএমএল-এনের সমর্থকদের চাঙ্গা করতে ও স্থানীয় দলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাত করতে যেতে পারেন। পিএমএল-এন মানসেরায় জেলায় ও হাজেরা এলাকায় হিন্দী ভাষাভাষী মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে রেখেছে। ওই এমপি আরও জানান, নওয়াজ শরীফের বাড়িফেরার যাত্রায় দলের নেতাকর্মীদের মধ্যে যে গতি সঞ্চারিত হয়েছে, সেটি ধরে রাখতে ঈদ-উল আযহার আগেই মানসেরা পরিদর্শনে যেতে পারেন নওয়াজ। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী ঈদের পর বেলুচিস্তান, সিন্ধু ও দক্ষিণ পাঞ্জাবে যাবার পরিকল্পনা করেছেন। পিএমএল-এন ও ফেডারেল গবর্নমেন্টকে দেখভাল করতে বর্তমানে নওয়াজ তার জন্মস্থান লাহোরের জাতি উমরাহ বাসভবনে অবস্থান করছেন। সদ্য ত্যাগকারী প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সিনেটর পারভেজ রশিদ রবিবার ডনকে বলেন, ‘রাজধানী ইসলামাবাদ থেকে ‘বাড়িফেরা’ শোভাযাত্রায় জনগণের বিপুল সাড়া পাবার পর, জনগণের ভোট নিশ্চিত করতে নওয়াজ শরীফ নতুন করে আবারও শোভাযাত্রার করার কথা ভাবছেন।’ শনিবার রাতে লাহরের ডাটা দরবারে পৌঁছানোর মাধ্যমে তিনি তার চার দিনের সফর শেষ করে রবিবার পরিবারে সঙ্গে একান্ত সময় কাটান। নতুন করে ফয়সালাবাদ, মুলতান, এবোটোবাদ ও পেশোয়ারে শোভাযাত্রা করার প্রস্তাব রয়েছে। একটির প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘এটি কোন লং মার্চ নয়। এটি হলো সড়কে জনতার সঙ্গে মিলিত হবার প্রচারাভিযান। বিশেষ করে, যারা তাদের ভোটের শ্রদ্ধা চায়। জনগণের ভোটে নির্বাচিত হবার পরও ক্ষমতাচ্যুত হবার ঘটনায় প্রধানমন্ত্রীকে দেখে জনতা ক্ষুব্ধ। নওয়াজ শরীফকে সড়কে নামতে হবে।’ ইসলামাবাদ থেকে গত বুধবার শুরু হওয়া নওয়াজ শরীফের বাড়িফেরা শোভাযাত্রার চতুর্থ দিন ছিল রবিবার। পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে শনিবার রাতে তিনি মুরিদকে শহরে পৌঁছান। এই শহরে বিপুলসংখ্যক সমর্থক তাকে স্বাগত জানায়। নিজের শহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে নওয়াজের এই শোভাযাত্রার প্রথম পর্বের সমাপ্তি হয়। মুরিদেক শহরে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে নওয়াজ শুরুতেই সমর্থকদের বলেন, ‘হতাশ হবেন না। ভয় পাওয়ার কিছু নেই। এই পরাজয় তাদের, যারা ৭০ বছর ধরে জাতিকে জিম্মি করে রেখেছে।’
×