ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে দুইদিনে ৩০ বাড়ি পদ্মাগর্ভে

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ আগস্ট ২০১৭

ফরিদপুরে দুইদিনে ৩০ বাড়ি পদ্মাগর্ভে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ আগস্ট ॥ ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় আবার শুরু হয়েছে নদীভাঙ্গন। গত দুইদিনের অব্যাহত পদ্মা নদীরভাঙ্গনে প্রায় ৩০টি বাড়ি, ২৫ বিঘা ফসলি জমি ও বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ ও চরম হুমকিতে রয়েছে ফাজেল খার ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়। গত শনিবার সন্ধার পর থেকে ভাঙ্গন শুরু হয়। এর আগে এ সব এলাকাতেই ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে গেছে। এবারকার ভাঙ্গনে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ, সোকেল মোল্যা, হাজেরা খাতুন, জালাল খান, জালাল শেখ, উজ্জল খান, রশিদ মোল্যা, ফরহাদ মোল্যা, বারেক খান, জুয়েল, রাজ্জাক মোল্যা, ইমান খাঁ, হায়দার খাঁ, ফারুক খাঁ ও রাজা খাঁসহ আরও কয়েকটি পরিবারের বসতভিটে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া সীমান্তবর্তী সদরপুর এলাকায়ও ভাঙ্গন শুরু হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেয় ক্ষতিগ্রস্তরা।
×