ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৫, ১৩ আগস্ট ২০১৭

কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ আগস্ট ॥ কুমিল্লা নগরীর ধর্মসাগর থেকে রুবায়েত ইমরান (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে কোতোয়ালি মডেল থানা-পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। রুবায়েত ইমরান ওয়ান ব্যাংকের ঢাকার খিলগাঁও শাখার কর্মকর্তা ছিলেন। জানা যায়, রুবায়েত ইমরানের স্ত্রী হাসি আক্তার সম্প্রতি আনসার ভিডিপির সহকারী পরিচালক হিসেবে কুমিল্লা কার্যালয়ে যোগদান করেন। তিনি স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ঢাকা থেকে কুমিল্লায় আসেন। স্ত্রী হাসি আক্তার জানান, শনিবার দুপুরে রুবায়েত ইমরান নগরীর ধর্মসাগরে গোসল করতে গিয়ে পানিতে নেমে ডুব দেন। এর প্রায় ৫ মিনিট পর তার মরদেহ ভেসে উঠে। গাজীপুরে তরুণী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে এক গহীন গজারী বন থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২২ বছর বয়সের ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, কালিয়াকৈর পৌর এলাকার বক্তারপুর মার্কাস মসজিদের দক্ষিণ পাশের গজারী বন দিয়ে মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় পচা দুর্গন্ধের সূত্র ধরে তিনি গহীন বনের ভেতর অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছেÑ অন্ততঃ ২০-২৫ দিন আগে দুর্বৃত্তরা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে লাশ গহীন গজারী বনের ওই স্থানে ফেলে যায়। সাভারে প্রবাসী নারী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে কুয়েত প্রবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে পিতার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা-পুলিশ। তার পিতাও কুয়েত প্রবাসী। জানা গেছে, খ্রীষ্টান সম্প্রদায় অধ্যুষিত কমলাপুর গ্রামের প্রদীপ রিবেরুর মেয়ে জুঁই রিভেরু (২৬) কুয়েতে একটি প্রতিষ্ঠানে চাকরি করে আসছিল। কয়েকদিন আগে সে ছুটিতে দেশে আসে। এদিন সকালে নিজের বাবার বাড়ির একটি কক্ষে জুঁই রিভেরুর আড়ার সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। তার পিতা প্রদীপ রিবেরুও দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী। তিনি দেশে এসে ছুটি কাটিয়ে শুক্রবার কুয়েতে চলে গেছেন। এ ঘটনায় থানায় একটি অমৃত্যুর মামলা হয়েছে। টঙ্গীবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, টঙ্গীবাড়ি উপজেলার খলাগাঁও গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের বাবা মালেক বেপারির অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলার হাসাইল গ্রামের মালেক বেপারির ছেলে শাকিলের (২২) সঙ্গে পার্শ¦বর্তী খলাগাঁও গ্রামের এপোলো শেখের মেয়ে ইভার (২০) প্রেম করে বিয়ে হয়। বৈবাহিক জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কয়েকদিন আগে ইভা তার বাবাবাড়িতে বেড়াতে গেলে শুক্রবার শাকিল তার বউ ইভাকে আনতে শ্বশুরবাড়ি যায়। কিন্তু রাতে শাকিলের বাবার মোবাইলে ফোন করে জানানো হয় শাকিল মারা গেছে। সেই মুহূর্তে শাকিল কিভাবে মারা গেছে জানতে চাইলে ফোন কেটে দেয়া হয় বলে শাকিলের বাবা জানান। তবে কিছুক্ষণ পরে আবার তাদের মোবাইলে ফোন করে জানানো হয় শাকিল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
×