ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি ॥ ছাত্রদল নেতা আটক

প্রকাশিত: ০৬:০৪, ১১ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি ॥ ছাত্রদল নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ আগস্ট ॥ লোহাগড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে পৌর ছাত্রদলের সহ-সভাপতি লেনিন খানকে আটক করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/১ ধারায় করা মামলায় বুধবার রাতে তাকে লোহাগড়া থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সগির উদ্দিন সনেট বাদী হয়ে বুধবার বিকেলে লোহগড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/১ ধারায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে লোহাগড়া পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ লেলিন খান ও ফারিয়া জাহান রিয়া তাদের ফেসবুকে ৮ আগস্ট বেলা ২টা ২৪ মিঃ সময়ে গরুর মাথাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি সাহারা খাতুনের ছবি সংযুক্ত করে অজ্ঞাত মহিলার ঝাড়ু হাতে ছবি বিকৃতি করে প্রচার করে। এছাড়া লেলিন খান বিভিন্ন সময়ে তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং সরকারের বিভিন্ন সমালোচনা করে প্রচার করে আসছে। পীরগঞ্জ সংবাদদাতা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে জানান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটূক্তি ও মানহানিকর উক্তি প্রেরণ করায় বুধবার রাতে পীরগঞ্জ থানা-পুলিশ ১ যুবককে গ্রেফতার করেছে। জগথা (হঠাৎপাড়া) গ্রামের আবুল হোসেনের পুত্র নুরজামান ওরফে বাবু (২৫) ফেসবুকে শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় গালাগাল করাসহ খারাপ মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবগত হওয়ার পর তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা-পুলিশ বিষয়টি অবগত হয়ে দ্রুত নুরজামানকে বুধবার রাতে গ্রেফতার করেন। কলাপাড়ায় দুই দোকান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ আগস্ট ॥ লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরে দুটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার প্রত্যুষে হেমায়েত ইলেক্ট্রনিক্স নামের একটিসহ অপর একটি ফলের দোকানে আগুন লেগে পুড়ে গেছে।
×