ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে রেল লাইনের দোকান উচ্ছেদ

প্রকাশিত: ০৬:০৩, ১১ আগস্ট ২০১৭

জামালপুরে রেল লাইনের দোকান উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১০ আগস্ট ॥ জামালপুর শহরের চন্দ্রায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ক্যাম্প সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিং এলাকায় দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনায় প্রশাসনে টনক নড়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সেখানে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পাকা-আধাপাকা ৪০টি দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ওই লেবেল ক্রসিংয়ে গত বুধবার বিকেলে একটি লোকাল ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ সাতজন নিহত হন। দুর্ঘটনায় নিহতরা হলেনÑ জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী শহরের কম্পপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন, একই গ্রামের সালেহা বেগম, হোসেন আলী ও ফরিদ উদ্দিন, চন্দ্রা গ্রামের ইজিবাইকচালক আব্দুর রহিম ও মীর হোসেন এবং জামালপুর সদরের শাহবাজপুর ইউনিয়নের বাঁশচড়া গ্রামের ইন্তাজ আলী। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর জেলা প্রশাসন নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে। জানা গেছে, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জামালপুর পৌরসভা ও রেলওয়ে কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চন্দ্রা রেলওয়ে লেবেল ক্রসিংয়ে সেন্টার লাইন থেকে ১০২ ফুট দূরত্বের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের দুই ঘণ্টা সময় দিয়ে স্বউদ্যোগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় দোকানপাট ও অন্যান্য স্থাপনার মালিকেরা তাদের প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেয়। এরপর উচ্ছেদ অভিযানে পৌরসভার গাড়ি দিয়ে পাকা-আধাপাকা ছোটবড় ৪০টি দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। সিলেট বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’-এই প্রতিপাদ্য নিয়ে সিলেটে পক্ষকালব্যাপী সিলেট বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে এ মেলার উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
×