ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইডস নির্মূলে বাংলাদেশ একযোগে কাজ করবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৭, ১০ আগস্ট ২০১৭

এইডস নির্মূলে বাংলাদেশ একযোগে কাজ করবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এইডস নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একযোগে কাজ করে যাবে। এই অঞ্চলের জনগণের স্বাস্থ্য মানের উন্নয়নে দেশগুলো পারস্পরিক সহায়তা জোরদার করে ইতোমধ্যে সাফল্য পেয়েছে। আগামীতেও সম্পদ ও অভিজ্ঞতা বিনিময়ে গতিশীলতা বাড়িয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সব দেশের সহযোগিতা চায়। বুধবার সচিবালয়ে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে এইচআইভি ও এইডস এবং তৃতীয় লিঙ্গের জন্য প্রয়োজনীয় কর্মসূচী পর্যবেক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা ও ভুটানের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিমিয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দশ সদস্যের প্রতিনিধি দলে শ্রীলঙ্কার শহর পরিকল্পনা ও পানি সরবরাহ প্রতিমন্ত্রী সুদর্শনী ফার্নান্দোপুলে ও ভুটানের সংসদ সদস্য সাংগাই খা-ুসহ দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এইডস রোগীর হার শতকরা এক এর নিচে হলেও একে নির্মূলের লক্ষ্যে জনসচেতনতা কর্মসূচী জোরদার রেখেছে। এ জন্য স্কুল-কলেজের পাঠ্যসূচীতে এ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করাসহ কিশোর ও যুবসমাজের মধ্যে সচেতনতামূলক কর্মসূচী প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে।
×