ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নবম ওয়েজবোর্ডের ৮০ ভাগ কাজ শেষ, মালিক পক্ষ এগিয়ে এলেই ঘোষণা ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৯, ১০ আগস্ট ২০১৭

নবম ওয়েজবোর্ডের  ৮০ ভাগ কাজ শেষ, মালিক পক্ষ এগিয়ে এলেই ঘোষণা ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ আগস্ট ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক আছেন। তিনি তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমেই নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে। অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি। বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ঈদুল আজহা সামনে রেখে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের সকল মহাসড়ক সংস্কার কাজ শেষ করা হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব। যাতে করে ঈদের আগে ও পড়ে ঘরমুখো মানুষ নির্বিঘেœ ঘরে ফিরতে পারে। মন্ত্রী আরও বলেন, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করা হচ্ছেÑ নিদিষ্ট সময়েই কাজ শেষ হবে। এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী নূর ই আলম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌলশীকে প্রত্যাহারের নির্দেশ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বিকেলে আকস্মিকভাবে সিরাজগঞ্জে সড়ক-মহাসড়ক সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন মহাসড়কে কাজের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরসহ নগরবাড়ি-বগুড়া মহাসড়ক সংস্কারের নির্দেশ দেন। অন্যথায় কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার বিকেল তিনটায় সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কের বেহালদশা পরিদর্শন শেষে হাটিকুমরুল গোলচত্বরে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জে মহাসড়ক সংস্কার করার জন্য ৬ কোটি টাকা রবাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এ টাকায় সঠিক মতো কাজ হয়নি। এর ফলে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের ভোগান্তি মেনে নেয়া যায় না। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ সদস্য প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদসহ সড়ক বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×