ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদিবাসী দিবসে শিক্ষা ও ভূমি অধিকার দাবি

প্রকাশিত: ০৪:৪৯, ১০ আগস্ট ২০১৭

 আদিবাসী দিবসে শিক্ষা ও ভূমি অধিকার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকারসহ নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আদিবাসী সংগঠন নেতারা বক্তৃতা করেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিবাসীরা বুধবার আলোচনা সভা ও শহরে র‌্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করে। সকালে শহরের টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের জমি দখল, হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে হবে। আদিবাসীদের নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক প্রনয়ন, আদিবাসী শিশুদের নিজস্ব সংস্কৃতি ও ভাষায় শিক্ষা লাভের সুযোগ, গণমাধ্যমগুলোতে আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্য যথার্থভাবে প্রতিফলন ঘটাতে হবে। আদিবাসীদের দাবিসমূহ মেনে নিয়ে অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।আদিবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি কর্নোলিয়াস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনÑ সংসদ সদস্য আব্দুল ওদুদ, বিশেষ অতিথি সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, আদিবাসী নেতা হিংগু মুরমু, যতীন হেমরম, গোবিন্দ চন্দ্র প্রামানিক প্রমুখ। বান্দরবান ॥ বুধবার সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি শহরের পুরাতন রাজবাড়ির মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে শহরের রাজবাড়ীর মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবানে ১১টি আদিবাসী জাতি গোষ্ঠীর তরুণীরা আদিবাসীদের বৈচিত্র্যময় নৃত্য ও গান পরিবেশন করেন।বাংলাদেশ আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক লেলুং খুমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান অংথোয়াইচিং মার্মা। খাগড়াছড়ি ॥ সকালে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের সামনে দিবসের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবর্তন ও পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, একদিন বাংলাদেশে বসবাসকারী জনগোষ্ঠীকেও সরকার স্বীকৃতি দিতে বাধ্য হবে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের খাগড়াছড়ি অঞ্চলের সমন্বয়ক চাইথোয়াই মারমা ও নারী নেত্রী নমিতা চাকমা। রাঙ্গামাটি ॥ বুধবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি সুকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য উষাতন তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান এতে বক্তব্য দেন এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমাও আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার প্রমুখ। নওগাঁ ॥ বুধবার নওগাঁ ওরাও স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (নসা), পতœীতলা আদিবাসী একতা সংঘ ও পাদ্দাপাঞ্চ কমিটির আয়োজনে এদিন সকালে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ ওরাও স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি যতিন টপ্পর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মালেক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও পতœীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম। শেরপুর ॥ বুধবার দুপুরে সনাক, টিডব্লিউএ, বারোমারী মিশন ও কারিতাসের আয়োজনে উপজেলা বারোমারী মিশনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বারোমারী মিশন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বারোমারী মিশনের হলরুমে আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) চেয়ারম্যান লুইস নেংমিনজার সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদুর রহমান। কলাপাড়া ॥ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। কলাপাড়ার রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন এসব কর্মসূচীতে অংশ নেয়। দিবস উদযাপন কমিটি ও রাখাইন স্টুডেন্ট ইউনিটি যৌথভাবে এসব কর্মসূচী বাস্তবায়ন করে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা ক্যাম্পাসে গিয়ে শেষ হয় র‌্যালি। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাখাইন মংচো। প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার এ বি এম সাদিকুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মসিউর রহমান, অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ্বাস, এ্যাড. মাহমুদুর রহমান, সাংবাদিক জসিম পারভেজ, রাখাইন চোথেন মং, অংনয় প্রমুখ।
×