ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০০, ৮ আগস্ট ২০১৭

টুকরো খবর

নাটোরে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ আগস্ট ॥ সিংড়ায় সাত বছরের শ্যালক খান জাহানকে হত্যার মামলায় দুলাভাই হেলাল উদ্দিনকে (২৭) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ সময় মামলার অপর পাঁচ অভিযুক্তকে খালাস দেয়া হয়েছে। সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। ফাঁসির দ-প্রাপ্ত হেলাল উদ্দিন সিংড়ার সুকাশ ইউনিয়নের আগমুরশন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও নিহত খান জাহানের দুলাভাই। নিহত খান জাহান একই এলাকার তালেব আলীর ছেলে। উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জানুয়ারি সিংড়ার সুকাশ ইউনিয়নের আগমুরশন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন পারিবারিক বিরোধের জের ধরে তার সাত বছরের শ্যালক খান জাহানকে শ্বাসরোধে হত্যা করে। চট্টগ্রামে স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, স্বামীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদ-াদেশ পেয়েছে স্ত্রী এবং শ্যালক। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুর এ রায় প্রদান করেন। একই আদেশে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- প্রদান করা হয়। আদালত সূত্রে জানা যায়, দ-িতরা হলো সুফিয়া আক্তার প্রিয়া এবং তার ভাই মোঃ মিজান। ২০০৮ সালের ৩ নবেম্বর রাতে হত্যাকা-ের শিকার হয়েছিলেন ইকবাল হোসেন ভূঁইয়া নামের এক ব্যক্তি। পেশায় গাড়িচালক এ ব্যক্তি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধোপাখালী গ্রামের বাসিন্দা। ঘটনার নয় বছর পর মামলাটির রায় ঘোষিত হলো। চট্টগ্রাম মহানগর পিপি এ্যাডভোকেট ফখরুদ্দীন চৌধুরী জানান, মামলায় মোট ১৯ জনের সাক্ষ্য গৃহীত হয়েছে। এতে দুই আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। ২০০৮ সালে ৩ নবেম্বর রাতে খুন হন ইকবাল। চাঁপাইয়ে নারী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই আইনে অপর ধারায় পাঁচ বছর সশ্রম কারাদ-, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত নারী পৌর এলাকার রামকিষ্টপুর মহল্লার তরিকুল ইসলামের স্ত্রী গেলো বানু ওরফে গেলে (৪২)। গফরগাঁওয়ে ঘুষের টাকাসহ উপজেলা শিক্ষা অফিসার আটক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গফুরগাঁও উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম এবং দুই অফিস সহকারী সিদ্দিকুর রহমান ও পতিত কুমারকে ঘুষের দুই লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক কর্মকর্তারা। সোমবার বিকেলে তাদের নিজ কার্যালয় থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। দুদক ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও সহকারী পরিচালক আসাদুর রহমান অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করেন। সুন্দরবনে ১০ জেলেকে অপহরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১০ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। সোমবার ফিরে আসা জেলেদের সূত্রে এ খবর জানা গেছে। বনদস্যুরা একটি মোবাইল ফোন নম্বর দিয়ে ওই নম্বরে যোগাযোগ করে টাকা পরিশোধ করতে বলে। অন্যথায় জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে। জানা যায়, রবিবার সকালে পূর্ব সুন্দরবনের হরিণটানা ও কলামুলা এলাকার নদীতে মাছ শিকার করছিল জেলেরা। এ সময় ১০-১১ জনের সশস্ত্র বনদস্যু বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং বেপরোয়া মারধর করে। শেষে ১০টি নৌকা থেকে ১০ জেলেকে মুক্তিপণের দাবিতে গভীর বনে ধরে নিয়ে যায়। এ সময় ০১৭৬০২১৩৬১৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেয়। স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ আগস্ট ॥ স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হোসেন হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। রবিবার রাতে নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম ও শিমুল হোসেন নামে ৩ জনকে গ্রেফতার করেছে। এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। সে সময় তিনি বলেন, নিজেদের ভেতরে বিদ্যমান কোন্দলের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজকে হত্যা করা হয়েছে। চাঁপাইয়ে বিদ্যুতস্পৃষ্টে কর্মীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ নাচোলে সোমবার সকালে বিদ্যুতের পোলে উঠে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক বিদ্যুতকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন, নাচোল উপজেলার আঝইর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম মোস্তফা (৩৫)। স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার সময় গোলাম মোস্তফা পাইকড়া কমিউনিটি ক্লিনিকের পাশে বিদ্যুতের পোলে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে গৃহবধূ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর কাশিপুরের বিলুবাড়ি নামক এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শারমিন বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছে। রবিবার রাতে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ দাস রনবীর শারমিন বেগমকে মৃত বলে ঘোষণা করেন। শারমিন ওই এলাকার মনির হোসেনের স্ত্রী। বাসার রান্নাঘরে কাজ করার সময় রাত সাড়ে আটটার দিকে অসাবধানতায় বৈদ্যুতিক তারে হাত লেগে সে বিদ্যুতপৃষ্ট হয়। শিক্ষকের অনিয়মের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ৭ আগস্ট ॥ সদর উপজেলার নতুন বসতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং অপসারণের দাবিতে সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সভাপতি মোঃ সেলিম মিয়া। এতে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আকতার ছাত্র/ছাত্রীদের পাঠদান না করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তিনি সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং বিদ্যালয় ত্যাগের কোন নিয়মনীতি মেনে চলেন না। এতে বিদ্যালয় ও নিয়মিত পাঠদানে বিঘœ ঘটছে। দাউদকান্দিতে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৭ আগস্ট ॥ দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে এক অগ্নিকা-ে ৫টি দোকান পুড়ে গেছে। সোমবার সকালে এ অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। জানা যায়, উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে (মাছ বাজার) পাইকারি ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ভুট্টোর ফিড, মুরগি বিক্রির দোকান ও মাছের আড়তের মাছসহ সম্পূর্ণ পুড়ে যায়। পাশের দোকানদার আক্তার হোসেনের চায়ের দোকান এবং এন আলম ট্রেডার্সের চালের দোকানের আংশিক পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। পদ্মায় দুই ছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঈশ^রদীর এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজের দুই ছাত্র পাকশীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পদ্মা নদীর পালিদেহা নামকস্থানে। নিখোঁজরা হলো, ঈশ^রদী পূর্ব টেংরীর জাহাঙ্গীর আলমের পুত্র ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রের একজনের নাম এহাসানুল হক সাকিন এবং পূর্ব টেংরীর ফকিরের বটতলার আব্দুর রহমানের পুত্র ৭ম শ্রেণীর ছাত্র তৌহিদুল ইসলাম অপূর্ব। তিন সোনার দোকানে ডাকাতি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বড়মোকাম বাজারের তিন সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত দেড়টার দিকে এ ডাকাতি হয়। ডাকাতরা প্রায় ৫ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণ ও ৮৫ ভরি রূপা ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটে নিয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছে কমপক্ষে ৭ জন। জানা গেছে, রবিবার গভীর রাতে বাজারের পাশে খাল দিয়ে ২৫-৩০ জনের একটি ডাকাত দল সিবোর্টে করে বড় মোকাম বাজারে নামে। এর আগে পাহারাদাররা বাজারে অলিগলি ঘুরে ফিরে পাহারা দিচ্ছিল। হঠাৎ নদীর পাড়ে টর্চ লাইটের আলো এবং মানুষের শব্দ শুনে এগিয়ে গেলে প্রথমে পাহারাদাররা ছলিম মোল্লাকে এরপর নিত্য গোপালকে ১০-১২ জন মিলে হাত-পা বেঁধে ফেলে এবং ছুরি, চাপাতি ও পিস্তল উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে একটি পরিত্যক্ত ভবনের পাশে। এই সুযোগে ডাকাত দল পুরো বাজার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ডাকাতরা তালা ও রড কাটার যন্ত্র ব্যবহার করে বাজারের একটি ভবনের ক্রপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পূজা পায়েল গহেনা লয়ের শাটার ও রামা গহেনা লয়ের শাটার ভেঙ্গে দোকানে থাকা কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ ৯০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ ও ৬০ ভরি রূপা নিয়ে যায়। এরপর পাশেই অপর ভবনের একটি স্বর্ণের দোকান নিরব গহেনালয়ে গিয়ে শাটার ভেঙ্গে সেখান থেকে নগদ দুই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ২৫ ভরি রূপা নিয়ে সটকে পড়ে। রংপুরে তিন শিশু উদ্ধার ॥ নারী আটক নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৭ আগস্ট ॥ রংপুরে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে লাইজু বেগম নামে এক নারী অপহরণকারীকে আটক করেছে। এ সময় অপহৃত তিন শিশুকে উদ্ধার করে র‌্যাব। সোমবার বেলা ১১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকা হতে তাকে আটক করা হয়। সোমবার বেলা ২টায় র‌্যাব-১৩ এর সিপিএসসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ বকশিপাড়া গ্রামের আক্কাস আলীর স্ত্রী লাইজু বেগম শিশু অপহরণকারী চক্রের সদস্য। জায়া যায়, নগরীর ১৫ নং ওয়ার্ডের ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ও ওই ওয়ার্ডের বুড়ারহাট গ্রামের আলমগীর মিয়ার মেয়ে আদরীন আক্তার আঁখি, ফজলুর রহমানের মেয়ে মিতু আক্তার মিম এবং হাবিবুর রহমানের মেয়ে হ্যাপি আক্তার হাবিবকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে দর্শনা এলাকা হতে ওই তিন শিশুসহ লাইজুকে আটক করে র‌্যাব। এ সময় অপহরণকারী লাইজুর কাছ থেকে ৮শ’ ৮৮ টাকা, একটি মোবাইল সেট ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়। বাল্যবিয়ে রুখতে ক্যাম্পেইন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ‘বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তোল তালে তালে’ সেøাগান নিয়ে সোমবার বিকেলে স্থানীয় টাউন হলের এ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইন। ইউনিসেফের সহায়তায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইহি ড. আক্কাস উদ্দিন ভুইয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক, ময়মনসিংহের অধ্যাপক আব্দুল মোতালেব, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক রেফাত আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, ইউনিসেফ ময়মনসিংহ বিভাগের প্রধান ওমর ফারুক। সোমবারের এই আয়োজনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিরা যোগ দেন। আল্টিমেটাম স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বেনাপোলে সাংবাদিক নির্যাতনকারী ৪৯ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল হককে প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। একই সঙ্গে বিজিবির সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। যশোরের সাংবাদিক সমাজের ব্যানারে সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এসব ঘোষণা দেয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোর ও বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, বেনাপোলে সংগ্রাম কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। উল্লেখ্য, বেনাপোল চেকপোস্টে বিজিবি অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ৪ আগস্ট সাংবাদিক আজিজুল হককে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে নির্যাতন করেন কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফ। চবিতে মানববন্ধন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মামলার আসামিরা। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চবি বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন করেন তারা। অন্যদিকে দিয়াজ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দিয়াজের পরিবার। চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ আবেদন করা হয়। মানববন্ধনে মামলার অন্যতম আসামি ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু বলেন, ‘শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। অথচ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা সম্ভব। সাঁওতালদের লুট হওয়া টিন উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ আগস্ট ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে বসতি স্থাপনকারী সাঁওতালদের পুলিশী উচ্ছেদ অভিযানকালে ২০১৬ সালের ৬ নবেম্বর ঘরবাড়ি এবং অন্যান্য মালামাল লুট হয়ে যায়। সোমবার লুট হওয়া মালামাল উদ্ধারে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা উপজেলার সাপমারা ও কাটাবাড়ি ইউনিয়নের কটিয়াপাড়া ও কামারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই দুটি গ্রামের বিভিন্ন স্থান থেকে ১১ বান্ডিল ঢেউটিন উদ্ধার করতে সক্ষম হয়। গজারিয়ায় ফলমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় ফল ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’Ñ সেøাগানে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই মেলার আয়োজন করে। সোমবার সকালে উপজেলা মাঠে তিনদিনব্যাপী এ মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির ভাষণ দেনÑ উপজেলা চেয়ারম্যান রেফায়াত উল্লাহ খান, দুই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান ও ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান, গজারিয়ার ওসি হেদায়েত উল্লাহ ভূঁইয়া। বিনামূল্যে সাইকেল বিতরণ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ আগস্ট ॥ গ্রাম পুলিশের মধ্যে বিনামূল্যে ১৫০টি নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সংসদের চীফ হুইপ ও বাউফলের এমপি আসম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেলগুলো বিতরণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়ান পার্সেন্ট তহবিল থেকে বাইসাইকেলগুলো ক্রয় করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ। শিবিরের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর সোবহানীঘাটে ছাত্রশিবিরের হামলায় দুই ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে। সোমবার বেলা ১টার দিকে সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মদনমোহন কলেজ ছাত্রলীগের কর্মী সিলেট সদর উপজেলার পীরপুর টুকেরবাজারের নূরুল আমিনের ছেলে শাহীন আহমদ (২২) ও জালালাবাদ কলেজের ছাত্র, ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফ (১৮)। আসিফ নগরীর উপশহরের জালাল উদ্দিনের ছেলে। জানা যায়, বেলা ১টার দিকে ৫-৬টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন যুবক এসে ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। অপর ছাত্রলীগ কর্মী আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সাংবাদিকের ওপর হামলা ॥ মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার মানববন্ধন হয়েছে। প্রেসক্লাব সংলগ্ন শহরের জুবলী এই মানববন্ধনে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। মিরেশ্বরাই প্রতিভাবান সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনকারীরা হামলাকারী সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরে তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মাথায় আঘাতপ্রাপ্ত উজ্জ্বলকে দেখতে যান। সংগঠনটির সভাপতি সুমন মিয়া জানান, হামলাকারীদের রক্ষা করতে একটি চিহ্নিত চক্র অপপ্রচার চালাচ্ছে। সভ্যতার অগ্রধারার স্বার্থে এ ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া জরুরী। অন্তত অপরাধীরা যাতে ভবিষ্যতে এমন গর্হিত কাজ করতে না পারে। মান্দায় ধর্ষকের শাস্তির দাবি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ আগস্ট ॥ নওগাঁর মান্দায় স্কুলছাত্রী অপহরণের পর ধর্ষণ ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক আব্দুর রাজ্জাকের (৩৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় বেসরকারী সংস্থা ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় পল্লী সমাজ ও এনিমেটরের উদ্যোগে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লী সমাজের সভাপ্রধান মমতাজ বেগম ও বিলকিস বানু, সদস্য সেকেন্দার আলী, এনিমেটর মোসলেমা খাতুন ও আব্দুল মান্নান, অধিকারসেবী আব্দুল জব্বার, বেলি খাতুন, শাহনাজ পারভীন, নাদিরা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষক আব্দুর রাজ্জাক অন্তত ১০ নারীকে সর্বস্বান্ত করেছে। একটি গণমাধ্যম সংস্থার পরিচয় দিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে একের পর এক নারীদের বিয়ে করেন তিনি। কিছুদিন ঘরসংসার করার পর তাদের ছেড়ে দিয়ে আবারও অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। এর ধারাবাহিকতায় তার ১১ নম্বর শিকারে পরিণত হয় দশম শ্রেণীর এক শিক্ষার্থী। বিয়ের প্রলোভনে ওই শিক্ষার্থীকে কৌশলে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে আব্দুর রাজ্জাক। মানববন্ধন থেকে এ ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর,৭ আগস্ট ॥ জেলার সখিপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় অফিসের ভেতরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য (কর্নেল) শওকত আলী ছবি পুড়িয়ে দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে। জানা গেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসটি রবিবার গভীর রাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এরপর স্থানীয় চা এর দোকানদার সবুজ মিয়া অফিসটিতে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অফিসের বিভিন্ন আসবাবপত্রসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, স্থানীয় সংসদ সদস্য (কর্নেল) শওকত আলীর ছবি পুড়ে যায়। পরে কয়েক ঘণ্টা পর সখিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল প্রধানীয়া বলেন, আমাদের জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিতে যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দেয়ার দাবি করছি প্রশাসনের কাছে। তিন দফা দাবিতে রাবিতে মানববন্ধন রাবি সংবাদদাতা ॥ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে রাবি শাখা আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়। তাদের দাবিগুলো হলো আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন গঠন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন। পাহাড়ী ছাত্র পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মু-া, রাজশাহী মহানগর শাখার সভাপতি দীপেন চাকমা, রাবি ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। মাদকবিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ আগস্ট ॥ মাদককে না বলি, সুখী পরিবার গড়ি। মাদক নয়, বই পড়ুন, ন্যায়ের তরে কলম ধরুন ইত্যাদি সেøাগান সংবলিত প্লেকার্ড নিয়ে সোমবার দুপুরে বাউফল পৌর শহরে এক মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির নেতৃত্বে সাইকেল র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গ্রাম পুলিশ, স্কুল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেয়। মেধাবী দুই শিক্ষার্থীকে বই প্রদান নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ আগস্ট ॥ সদর উপজেলার দুই মেধাবী শিক্ষার্থী তুষার আলী এবং আল-আমিন হোসেনের মুখে হাসি ফোটালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার প্রশাসন (অর্থ) ও নাটোরের সাবেক পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি। সোমবার সকালে স্থানীয় একটি পত্রিকা অফিসে শ্যামল কুমার মুখার্জির প্রেরিত বইগুলো ওই দুই শিক্ষার্থীর হাতে তুলে দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তর কণ্ঠ পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার, নাটোর টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি বাপ্পি লাহীড়ি, মাছরাঙা টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
×