ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে ॥ কামরুল

প্রকাশিত: ০৪:৫৮, ৭ আগস্ট ২০১৭

সরকারী কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে ॥ কামরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে নবীন কর্মকর্তাদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে শুরু থেকেই কাজ করতে হবে। দেশের প্রতিটি উন্নয়নমূলক কর্মকা-ই কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়ে থাকে। রবিবার সকালে ঢাকার শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত ‘৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন। উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মানুষের জানার শেষ নেই। প্রতিটি ক্ষেত্রে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই দক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুণ হলো দেশপ্রেম। যদি প্রত্যেকের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা থাকে তবেই আপনারা দেশপ্রেমিক অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের। ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন এবং তারই ধারাবাহিকতায় ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচী হাতে নিয়েছে। মন্ত্রী বলেন, যে সরকারই ক্ষমতায় থাক না কেন সরকারী কর্মকর্তারা নিজেকে রাজনীতির উর্ধে রেখে সরকারের এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়ন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার, সচিব ও রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি। সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সরকার যে ভিশন নিয়ে দাঁড়িয়ে আছে তা নির্দিষ্ট সময়ের মধ্যেই সফলভাবে সম্পন্ন করতে সরকারী কর্মকর্তারা বদ্ধপরিকর।
×