ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

প্রকাশিত: ০৩:৫২, ৭ আগস্ট ২০১৭

লভ্যাংশ পাঠিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রিমিয়ার লিজিং উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের উদ্যোক্তা মাকসুদ মোর্শেদ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৭ লাখ ২৮ হাজার, ৮৮১টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৫ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবেন। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৩ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।
×