ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমরা নেটওয়ার্কের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৩:৫০, ৭ আগস্ট ২০১৭

আমরা নেটওয়ার্কের আইপিও আবেদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন শুরু হয়েছে। এই আইপিও আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত। আইপিও আবেদনের জন্য প্রতি ১০০ শেয়ারে লট নির্ধারণ হয়েছে। অর্থাৎ প্রতিটি আইপিও আবেদন করার জন্য বিনিয়োগকারীদের ৩ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে। কোম্পানির সূত্র এ তথ্য জানা গেছে। এর আগে ১৩ জুন কোম্পানির আইপিও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানা যায়, কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে কোম্পানির প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস হিসেবে ৩৯ টাকা নির্ধারিত হয়েছে। যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) বিডিংয়ের মাধ্যমে এ প্রাইস নির্ধারণ হয়েছে। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টা থেকে আমরা নেটওয়ার্কের বিডিং শুরু হয়। যা চলে ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ক্ষেত্রে আমরা নেটওয়ার্কের শেয়ার কিনতে আগ্রহী যোগ্য বিনিয়োগকারীরা কি দরে শেয়ার কিনতে চান, তার জন্য বিডিং করেন। যার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে কাট-অফ প্রাইস। ৭২ ঘণ্টার বিডিংয়ে ২৭২ জন যোগ্য বিনিয়োগকারী আমরা নেটওয়ার্কের শেয়ার কিনতে নিলামে অংশগ্রহণ করেন। এ ক্ষেত্রে তারা সম্মিলিতভাবে ৬৯৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কিনতে চেয়েছেন। তবে বিডিংয়ে ৩৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ইস্যু করা হবে। এ ক্ষেত্রে বিডারদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার ইস্যু করা হবে। বিডিংয়ে বরাদ্দকৃত ৩৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ারের জন্য ৩৯ টাকার ওপরে বিডিং হয়। ফলে কাট-অফ প্রাইস হিসাবে ৩৯ টাকা নির্ধারিত হয়। মোট ইস্যুকৃত শেয়ারের ৯০ লাখ ১৪ হাজারটি বা ৯০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ৩৯ টাকা করে ইস্যু করা হবে। বাকি ৪০ শতাংশ শেয়ারের প্রতিটি ১০ শতাংশ ডিসকাউন্টে ৩৫ টাকা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। আর শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে ঋণ পরিশোধ, ব্যবসা সম্প্রসারণ, ডাটা সেন্টার, আইপিও খাতে ব্যবহার করা হবে। কোম্পানির ২০১৫ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯৮ টাকা। আর ৫ বছরের ওয়েটেড ইপিএস হয়েছে ২.৫২ টাকা। উল্লেখ্য, আমরা নেটওয়ার্কের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট। আর আমরা নেটওয়ার্কস হচ্ছে ২০১৫ সালে সংশোধিত পাবলিক ইস্যু রুলসের আওতায় বিডিংয়ের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোম্পানি।
×