ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেঙ্কাইয়া নাইডু ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত

প্রকাশিত: ০৬:০৮, ৬ আগস্ট ২০১৭

বেঙ্কাইয়া নাইডু ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত

ভারতের পঞ্চদশতম উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বেঙ্কাইয়া নাইডু। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির পর উপ-রাষ্ট্রপতি নির্বাচনেও সাফল্য দেখিয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক এ্যালায়েন্স (এনডিএ)। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাইডু। নির্বাচনে তার বিরুদ্ধে সুবিধা করতে পারেননি বিরোধীদলীয় প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী। খবর এনডিটিভি, সিনহুয়া ও ওয়েবসাইটের। উপ-রাষ্ট্রপতি পদে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয়েছে বিকেল পাঁচটায়। পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা (নিম্নকক্ষ) এবং রাজ্যসভার (উচ্চকক্ষ) সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে উপ-রাষ্ট্রপতি নির্বাচিত করেন। নির্বাচনে ৫১৬টি ভোট পান বেঙ্কাইয়া নাইডু আর ২৪৪ ভোট পান গান্ধী। তাই ২৭২ ভোটে জিতে দেশের পঞ্চদশতম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন নাইডু। এই প্রথম দেশটির প্রধান দুই পদে এসেছেন বিজেপি মনোনীত কোন প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচন একতরফা হলেও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কারণ উপ-রাষ্ট্রপতি সমীকরণ ছিল আলাদা।
×