ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

প্রকাশিত: ০৬:০০, ৬ আগস্ট ২০১৭

আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। শনিবার সকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বিল্লাল ও শাহাজাদা নামের দুই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, সকালে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম শাহজালালে অভিযান চালিয়ে ওই দুইজন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৪৭০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। উক্ত পণ্যের শুল্ক করসহ মূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি জানান, তারা শারজাহ থেকে এয়ার এ্যারাবিয়া এয়ারলাইন্সের জি ৯৫১৩ ফ্লাইটে ভোরের দিকে নামেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার আহসানুল কবির জানান।
×