ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধ পিতাকে পেটাল বখাটে দুই ভাই

প্রকাশিত: ০৫:৩৭, ৬ আগস্ট ২০১৭

মেয়েকে উত্ত্যক্তের  প্রতিবাদ করায় বৃদ্ধ পিতাকে  পেটাল বখাটে দুই ভাই

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৫ আগস্ট ॥ মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে দুই ভাই নির্মমভাবে পিটিয়ে আহত করেছে বৃদ্ধ পিতা ইনছার আলী ঢালীকে (৬৮)। গুরুতর আহত ইনছার আলীকে শুক্রবার রাতে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার গোপসেনা গ্রামের এ ঘটনায় ওই মেয়ের ভাই থানার লিখিত অভিযোগ করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি। কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত ইনছার আলী ঢালী জানান, তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় বখাটেরা আমাকে মেরেছে। মেয়ের ভাই আব্দুল আলিম জানান, ভগ্নিপতি বিদেশে থাকায় তার বোন (রাফিজা খাতুন) তাদের বাড়িতে থাকেন। প্রতিবেশী মৃত বিছারত আলী মোড়লের ছেলে আব্দুল হামিদ প্রায় ৩-৪ মাস ধরে তার বোনকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। প্রায়ই রাতে তার বোনের বসতঘরের চালের ওপর ঢিল মারে। ঘরের জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে তার বোনের গায়ে আঘাত করে। আবার কখনও ইটের খোয়া ছুড়ে মারে। এছাড়া বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেয়। এর আগে বখাটে আব্দুল হামিদের বড় ভাই গোলাম মোস্তফাও তার বোনকে উত্ত্যক্ত করত। গোলাম মোস্তফা নিবৃত্ত হলেও তার ছোট ভাই হামিদ প্রায়ই উত্ত্যক্ত করে। বহস্পতিবার এ ঘটনা বখাটেদের বাড়িতে গিয়ে তাদের মা ও অভিভাবকদের জানান ওই মেয়ে এবং তার পিতা ইনছার আলী। আর যেন উত্ত্যক্ত না করে সে বিষয়ে অভিভাবকদের বলে আসেন ইনছার আলী। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হামিদ ও গোলাম মোস্তফা দুই ভাই জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ইনছার আলীকে পেছন দিক থেকে আচমকা লাঠি দিয়ে নির্মমভাবে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে আব্দুল আলিম বাদী হয়ে শুক্রবার রাতে থানায় নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। থানার ওসি এসএম আনোয়ার জানান, অভিযোগ পেয়েছি। তবে এখন মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন।
×