ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা জহুরুল হুদার হার্টে ৩টি ব্লক, সাহায্যের আবেদন

প্রকাশিত: ০৭:০৮, ৫ আগস্ট ২০১৭

মুক্তিযোদ্ধা জহুরুল হুদার হার্টে ৩টি ব্লক, সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ একাত্তরের সাতক্ষীরা অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ জহুরুল হুদার (৬৩) হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। তার এপেনডিক্স বার্স্ট হয়ে পেটে পুঁজ ছড়িয়ে পড়েছে। একটি কিডনি কাজ করছে না। এছাড়া তার হার্টে এ্যাটাকও হয়েছে। চিকিৎসকরা জরুরীভাবে হার্টের ব্লক অপসারণের জন্য রিং বসানোর পরামর্শ দিয়ে এপেনডিক্স অপারেশনের পরামর্শ দিয়েছেন। সাতক্ষীরায় এই চিকিৎসা সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ব্লক অপসারণ না হলে পেটে অস্ত্রোপচারও সম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষাধিক টাকা। ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসায় গত দশ দিনে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। জহুরুল হুদার মুক্তিবার্তার সদস্য নাম্বার ০৪০৪০১০২৬১। স্বাধীনতা যুদ্ধে তিনি দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরার ভোমরা ও কপিলমুনির যুদ্ধে অংশ নেন। অর্থনৈতিকভাবে অসচ্ছল এই বীর মুক্তিযোদ্ধার জীবন বাঁচাতে সরকার ও দেশের বিত্তবানদের কাছে পরিবারের পক্ষ থেকে জরুরী সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা মোঃ জহুরুল হুদা, সঞ্চয়ী হিসাব নং ১০০২১০১৭৩, সোনালী ব্যাংক, সাতক্ষীরা প্রধান শাখা। মোবাইল: ০১৭২২-০৫৩২৯৩।
×