ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ব্যবহারে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৭, ৫ আগস্ট ২০১৭

মোবাইল ব্যবহারে জরিমানা

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনুলুলু-তে রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহারে জরিমানা গুণতে হবে পথচারীকে। সম্প্রতি বিল ৬ অনুমোদন দিয়েছে শহরটি। এতে বলা হয় সড়ক বা মহাসড়ক পারাপারের সময় কেউ মোবাইল বা ইলেক্ট্রনিক ডিভাইসের দিকে নজর দিলে তাকে জরিমানা করা হবে- খবর প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর। এক সংবাদ সম্মেলনে শহরটির মেয়র কার্ক কাডওয়েল বলেন, ‘এই পদক্ষেপ মানুষকে শুধু মনে করিয়ে দেওয়া যে তারা তাদের বিবেচনা ব্যবহার করুন যখন তারা এই সুন্দর শহরে হাঁটছেন।’ রয়টার্সের তথ্য মতে, ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে শহরটিতে ১১ হাজার হতাহতের ঘটনা ঘটেছে অমনযোগী পথচারীর কারণে। ইতোমধ্যে গাড়ি চালানোর সময় হাতে ব্যবহারের মতো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে হাওয়াই। চলতি বছরের ২৫ অক্টোবর থেকে এবার পথচারীর জন্য নতুন আইনটি চালু হবে। প্রথমবার এই অপরাধের জন্য পথচারীকে গুনতে হবে ১৫ থেকে ৩৫ মার্কিন ডলার। একই বছর দ্বিতীয়বার ধরা পড়লে ৩৫ থেকে ৭৫ ডলার এবং তৃতীয়বারে ৭৫ থেকে ৯৯ ডলার জরিমানা করা হবে তাকে। আইটি ডটকম ডেস্ক
×