ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিমলায় নির্যাতনের শিকার যুবতীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৩, ৪ আগস্ট ২০১৭

ডিমলায় নির্যাতনের  শিকার যুবতীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ডিমলা উপজেলার পল্লীতে শারীরিক নির্যাতনের শিকার পুতুল আক্তার সুমী (১৯) নামের এক যুবতী ঘটনার পাঁচ দিন পর বুধবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে। এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। সুমীর মৃত্যুর খবরে নির্যাতনকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ডিমলা থানায় আটজনকে আসামি করে সুমীর ভাই রতন ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেছে। সুমীর মরদেহের ময়নাতদন্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়। জানা যায়, বাবার মৃত্যুর পর গত তিন বছর ধরে পুতুল আক্তার সুমী ও তার বৃদ্ধা মা আয়েশা খাতুন ও ভাই ডিমলা সদর ইউনিয়নের পাথরকুড়া গ্রামে মামা মনছুর আলীর বাড়ির পৃথক ভিটায় বসবাস করত। তারা বিভিন্ন স্থানে দিনমজুরি করে সংসার চালাত। এ অবস্থায় ২৯ জুলাই সন্ধ্যায় মোকছেদ আলী হুলু সুমীকে কুপ্রস্তাব দেয়। সুমী এর প্রতিবাদ করলে উল্টো তাকে খারাপ আখ্যায়িত করে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। অকথ্য নির্যাতনে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন ৩০ জুলাই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সুমী মারা যায়।
×