ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে স্বাস্থ্য সেক্টরে সম্ভাব্য প্রভাব নিয়ে সেমিনার

প্রকাশিত: ০৫:৩৪, ২ আগস্ট ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে স্বাস্থ্য সেক্টরে সম্ভাব্য প্রভাব নিয়ে সেমিনার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘তৃতীয় জাতীয় ঔষধ নীতি: বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে সম্ভাব্য প্রভাব’- শীর্ষক সেমিনার ৩১ জুলাই ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের বনানীর মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেনÑ ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সিদ্দিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী। ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ডিন এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এ বি এম ফারুক। তিনি ‘তৃতীয় জাতীয় ঔষধ নীতি : বাংলাদেশে স্বাস্থ্য সেক্টরে সম্ভাব্য প্রভাব’- শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন, এক্মি ল্যাবরেটরিজের নির্বাহী পরিচালক পারভেজ হাশিম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান। -বিজ্ঞপ্তি বই পড়া প্রতিযোগিতায় স্বীকৃতি পেলেন গ্রিন ভার্সিটির ৭৫৯ শিক্ষার্থী বই পড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বীকৃতি পেলেন গ্রিন ইউনিভার্সিটির সাত শতাধিক শিক্ষার্থী। সোমবার গ্রিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এই স্বীকৃতি দেয়া হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরি ম্যানেজার সারওয়াত রেজা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, সহকারী অধ্যাপক শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির বলেন, বই হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। জীবনে এগিয়ে যেতে এই বইয়ের বিকল্প নেই। তিনি বলেন, বই পড়ার আগ্রহ কমে গেলে সামাজিক অবক্ষয় ঘটবে। -বিজ্ঞপ্তি
×