ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রেমের দ্বন্দ্বে যুবক খুন

প্রকাশিত: ০৫:০২, ২ আগস্ট ২০১৭

চট্টগ্রামে প্রেমের দ্বন্দ্বে যুবক খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকায় সোমবার রাতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। প্রেমের দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, খুন হওয়া যুবকের নাম মাসুম (১৯)। তিনি ঝাউতলা বিহারী কলোনি এলাকার মোঃ জুলফিকারের পুত্র। মাসুম এবং হাসান নামের অপর এক যুবক পছন্দ করতে একটি মেয়েকে। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। সোমবার রাতে হাসানের পক্ষের কয়েকজন মিলে মাসুমের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাসুম। রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হাসান এবং রুবেল নামের ২ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জিজ্ঞাসাবাদে রুবেল নিজেই ছুরিকাঘাতের কথা স্বীকার করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সিলেটে শ্রমিক খুন ও ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কানাইঘাটে হারুন আহমদ (৩৫) নামে এক পাথর শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পাওনা টাকা ফিরিয়ে না দেয়ার অভিযোগে সুমন আহমদ নামের এক ব্যক্তি তাকে খুন করে বলে জানা গেছে। নিহত হারুন উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালীনগর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। আর অভিযুক্ত সুমন একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, হারুন আহমদের বোন জামাই কবিরের কাছে ৩০০ টাকা পাওনা ছিল সুমনের। সোমবার রাতে সুমন পাওনা টাকা ফেরত চাইলে কবিরের হয়ে সময় চান হারুন। তখন ক্ষিপ্ত হয়ে বাগ্বিত-ার একপর্যায়ে ছুরিকাঘাত করে হারুনকে গুরুতর আহত করে পালিয়ে যায় সুমন। স্থানীয়রা কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বিয়ানীবাজার উপজেলা সদরে অবস্থিত যমুনা ব্যাংক শাখার ম্যানেজার সজল কান্তি দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌরশহরের দক্ষিণবাজারের আল-আরাফা ব্যাংক ভবনের তৃতীয় তলায় তিনি ভাড়া থাকতেন। সোমবার রাত ৯টার দিকে ঐ বাসার একটি কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোমবার ব্যাংক সময় শেষে তিনি আত্মহত্যা করতে পারেন। তার মুখে একটি গামছা বাঁধা ছিল। বিছানার ওপর একটি প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল রয়েছে। পুলিশ কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে এতে কী লেখা রয়েছে জানা যায়নি। পাবনায় যুবক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, শহরের বেলতলা সড়কে এসএ রায়হান তন্ময় (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত তন্ময় বেলতলা এলাকার এ এ জিয়াউল কবির রিটুর ছেলে। আহত রানা আহমেদ (২৫) রাধানগর মহল্লার আব্দুল মজিদের ছেলে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দিলালপুর বেলতলা সড়ক দিয়ে যাচ্ছিলেন তন্ময় ও রানা। এ সময় আকস্মিক তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় কয়েক দুর্বৃত্ত। স্থানীয়রা তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান তন্ময়ের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু ঘটে। বাউফলে কিশোর নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, পারভেজ (১৩) নামের এক কিশোরকে গলায় ফাঁস দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে। তার বাবার নাম দুলাল সিকদার। দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সীর পুলের কাছে তার বাড়ি। পুলিশ মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, পারভেজ একজন অটোরিক্সা চালক ছিল। সোমবার বিকেলে সে নিজাম হাওলাদার নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়া অটোরিক্সা নেয়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকালে ডালিমা গ্রামের কয়েক ব্যক্তি অহেদ হাওলাদারের বাড়ির কাছে একটি জঙ্গলের পাশে ওই কিশোরের গলায় বৈদ্যুতিক তার দিয়ে ফাঁস লাগানো লাশ দেখতে পান। মাধবপুরে নরী সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রাম থেকে সকালে অজ্ঞাতনামা প্রায়(৬০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন লাশটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তবে মহিলার পরিচয় পাওয়া যায়নি।
×