ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফ্রান্সকে হারাল ইংল্যান্ড, জার্মানিকে বিদায় করল ডেনমার্ক

ইউরো মহিলা ফুটবল

প্রকাশিত: ০৫:০২, ১ আগস্ট ২০১৭

ইউরো মহিলা ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরো নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল জার্মানি। এবার টানা সপ্তম শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছিল তারা। কিন্তু রবিবার তাদেরকে থামিয়ে দিল ডেনমার্ক। কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক এদিন ২-১ গোলে হারায় জার্মানিকে। সেমিফাইনালে বৃহস্পতিবার ডেনমার্ক মুখোমুখি হবে অস্ট্রিয়ার। যারা এবার শেষ আটে স্পেনকে বিদায় করে। দিনের অন্য ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হারায় ফ্রান্সকে। ফরাসীদের বিপক্ষে দীর্ঘ ৪৩ বছরের মধ্যে এটাই ইংল্যান্ডের প্রথম জয়। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক হল্যান্ড। যারা শনিবার ২-০ গোলে পরাজিত করে সুইডেনকে। জার্মানিকে পরাজিত করে দারুণ রোমাঞ্চিত ডেনমার্ক শিবির। ম্যাচের শেষে দেশটির কোচ নিলস নিয়েলসেন বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর। জার্মানির মতো দলকে হারিয়ে আমরা খুবই খুশি। সুযোগের দিক দিয়ে বলব দুই দলেরই সমান সুযোগ ছিল। তবে জার্মানি আমাদের ওপর কোন চাপ তৈরি করতে পারেনি।’ আবারও হতাশ করলেন ওজনিয়াকি স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার ভক্ত-অনুরাগীদের হতাশ করলেন ক্যারোলিন ওজনিয়াকি। এবার সুইডিশ ওপেনের ফাইনালে হারলেন তিনি। রবিবার ড্যানিশ টেনিস তারকাকে পরাজিত করে ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন ক্যাটেরিনা সিনিয়াকোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা সুইডিশ ওপেনের ফাইনালে ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সিনিয়াকোভাকে। বিশ্ব টেনিসে গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ক্যারোলিন ওজনিয়াকি। টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপাই জিততে পারেননি তিনি। তবে মাঝের ব্যর্থতা কাটিয়ে চলতি বছরেই যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দেন ওজনিয়াকি। ২০১৭ সালে চারটি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেন তিনি। রবিবার সুইডিশ ওপেনের ফাইনালটি ছিল চলতি মৌসুমের পঞ্চম। আগের চারটিতে হারলেও সুইডিশ ওপেনে তার প্রতি ভক্ত-অনুরাগীদের প্রত্যাশা ছিল একটু বেশি-ই। কেননা প্রতিপক্ষ ছিল র‌্যাঙ্কিংয়ের ৫৬ নাম্বারে থাকা সিনিয়াকোভা।
×