ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেট অস্ট্রেলিয়া-খেলোয়াড় দ্বন্দ্ব, স্থানীয় সংবাদ মাধ্যমের খবর আজই সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে

অবশেষে সঙ্কট কাটছে!

প্রকাশিত: ০৪:৫৭, ১ আগস্ট ২০১৭

অবশেষে সঙ্কট  কাটছে!

স্পোর্টস রিপোর্টার ॥ রবি ও সোমবারের ম্যারাথন বৈঠকের পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যকার দ্বন্দ্বের অবসান হতে যাচ্ছে বলে স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। দু-পক্ষ একটি নতুন চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফলে গত কয়েকমাস ধরে চলা অচলাবস্থার অবসান হতে হচ্ছে। যদিও সোমবার এ রিপোর্ট লেখার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। সেটা আজই দেয়া হতে পারে। মেলবোর্নে নতুন সমঝোতা চুক্তির লক্ষ্যে বৈঠকে বসে দু’পক্ষ। দেনা-পাওনা নিয়ে বোর্ড-খেলোয়াড় দ্বন্দ্ব এমন রূপ নেয় যে, ঝামেলা মেটাতে আদালতের শরণাপন্ন হতে চেয়েছিল সিএ। দুই পক্ষ সমঝোতায় আসতে না পারায় আদালতই সমাধান দিতে পারেন বলে মনে করেছিলেন বোর্ড প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবার তিনিও বেশ নরম হয়েছেন। ঠা-া হয়েছেন এসিএ-র প্রধান এ্যালিস্টার নিকোলসনও। আজ আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তির কথা জানানো হবে বলেও লিখেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো। স্থানীয় ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী এ্যালিস্টেয়ার নিকোলসন চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যের কাছাকাছি পৌঁছে গেছেন। আজ তারা একটি সংবাদ সম্মেলনও করবেন যেখানে সমঝোতার ঘোষণা দেয়া হতে পারে। আর সেটা হলে বাংলাদেশ সফর এবং আগামী এ্যাশেজ সিরিজটি বাঁচানো সম্ভব হবে। অস্ট্রেলিয়ার আরেকটি প্রভাশালী পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করেছে- ‘ম্যারাথন আলোচনার পর ক্রিকেট চুক্তি বিরোধ শেষের পথে, জানাচ্ছেন খেলোয়াড়রা।’ নিউজ লিমিটেড নামক অস্ট্রেলিয়ার আরেকটি সংবাদ মাধ্যম ‘অস্ট্রেলিয়া ক্রিকেট এখন শান্তির দ্বারপ্রান্তে’ শিরোনামে খবর ছাপিয়েছে। অপরদিকে ফেয়ারফ্যাঙ্ক মিডিয়া নামক আরেকটি পত্রিকাও দাবি করেছে দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রায় সন্নিকটে। সুতরাং এখন পর্যন্ত বাংলাদেশ সফর নিয়ে যে সংশয়ের কালো মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে তা একরকম বলাই যায়। যদিও এখনই কিছু নিশ্চিতভাবে জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উল্লেখ্য, গত ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে সিএ’র চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এ কারণে বেকার হয়ে পড়েন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথসহ ২৩০ জন শীর্ষ ক্রিকেটার। এক মাস ধরে সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অসিদের। সিরিজের প্রম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ সেপ্টেম্ব^র চট্টগ্রামে। সম্প্রতি সংক্ষিপ্ত তিন দিনের সফর শেষে বাংলাদেশ থেকে ফিরে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল। আর ফেরার আগে সিএর নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ম্যানেজার গেভিন ডোভি বলেন, ‘বেতন সংক্রান্ত ঝামেলা খুব শীঘ্রই শেষ হবে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর হবেই।’
×