ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেয়ায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত

প্রকাশিত: ০৪:৪০, ১ আগস্ট ২০১৭

চাঁদা না দেয়ায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ জুলাই ॥ চাঁদা না দেয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী প্রতিপক্ষের হাতে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। সোমবার সকালে ওই বিদ্যালয়ের চত্বরে শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদের ও আবদুল গফুরসহ কয়েকজন লোক কিছুদিন ধরে প্রধান শিক্ষক আকবর আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সকালে তারা পুনরায় বিদ্যালয়ে গিয়ে চাঁদা চাইলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এ সময় শিক্ষার্থীদের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রতিপক্ষরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×