ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চারদিনের সফরে ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

প্রকাশিত: ০৬:০৫, ৩১ জুলাই ২০১৭

চারদিনের সফরে ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

কূটনৈতিক রিপোর্টার ॥ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন বুধবার চারদিনের সফরে ঢাকায় আসছেন। তার এই সফরে ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওআইসির মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফর করবেন। মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন ইউসুফ আহমেদ আল-ওথাইমিন। ওআইসি মহাসচিব সফরকালে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী বছর ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ঢাকা। ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা প্রধান লক্ষ্য থাকলেও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা করবেন। এছাড়া তিনি শুক্রবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করতে ওআইসির কাছে জোরালো আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব দেয়ার জন্যও চাপ দিতে একাধিকবার ওআইসির সহায়তা চাওয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ প্রত্যাশা করে এই ভূমিকা আরও জোরালো হোক। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ইস্যুতে সম্পৃক্ত করার কাজে ওআইসির ভূমিকা বিশেষ জরুরী। ওআইসি মহাসচিবের ঢাকা সফরের সময় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
×