ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিকের ২৩২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:২৮, ৩১ জুলাই ২০১৭

চসিকের ২৩২৭ কোটি টাকার বাজেট  ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চলতি অর্থবছরের (২০১৭-১৮) জন্য ২ হাজার ৩২৭ কোটি ৪৭ লাখ টাকা বাজেট ঘোষণা করেছে। রবিবার দুপুরে কর্পোরেশনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ বাজেট পেশ করেন। বিগত অর্থবছরে সংস্থার বাজেটের পরিমাণ ছিল ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকা। চলতি অর্থবছরের ঘোষিত বাজেট গেল অর্থবছরের তুলনায় ১০২ কোটি টাকা বেশি। নতুন প্রস্তাবিত বাজেটে গরিব ও সীমিত আয়ের নাগরিকদের বিশেষ কর সুবিধাসহ সেবার পরিধি, উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি, সরকারের সিদ্ধান্ত ও জনপ্রত্যাশা সমন্বয় করে বাস্তবধর্মী হোল্ডিং করসহ কোন খাতে কোন ধরনের কর বৃদ্ধি ছাড়াই শতভাগ উন্নয়ন আর্থিক সমৃদ্ধি, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নান্দনিক চট্টগ্রাম নগরী প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়েছে। মেয়র নাছির তার বাজেট বক্তৃতায় বলেন, একটি মডেল মেগাসিটি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের অভিপ্রায়ে বিশ্ব ইতিহাসে চট্টগ্রামকে ঐতিহ্যবাহী নগরী হিসেবে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, পরিষ্কার, পরিচ্ছন্ন, আলোকিত ও উন্নয়ন যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যবান্ধব, ক্লিন ও গ্রীন সিটি বাস্তবায়নকে প্রাধান্য দেয়া হয়েছে নতুন বাজেটে। আয়োজিত বাজেট অধিবেশনে বিগত অর্থবছরের ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা সংশোধনী বাজেট অনুমোদন করা হয়। চলতি অর্থবছরে বাজেটে বকেয়া কর ও অভিকর থেকে ১৮১ কোটি ১২ লাখ টাকা, হাল ও অভিকর ৫শ’ কোটি, অন্যান্য কর থেকে ১২৬ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, ফিস আদায় বাবদ ৮৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা, জরিমানা বাবদ ৫০ লাখ টাকা, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় ৫৪ কোটি ৩৫ লাখ টাকা, সুদ বাবদ ৫ কোটি টাকা, বিবিধ আয় থেকে ২১ কোটি ১২ লাখ টাকা, ভর্তুকি আয় বাবদ ২২ কোটি ৫ লাখ টাকা, সবমিলে নিজস্ব উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৯৯৪ কোটি ৩৭ লাখ টাকা। এছাড়া ত্রাণ সাহায্য ২০ লাখ টাকা, উন্নয়ন অনুদান ১২৯০ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৪৩ কোটি ১০ লাখ টাকাসহ সর্বমোট ১৩৩৩ কোটি ৩০ লাখ টাকা দেখানো হয়েছে। মেয়র নাছির তার বাজেট বক্তৃতায় সংস্থার ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে বলেন, চট্টগ্রামকে গ্রীন ও ক্লিন সিটিতে পরিণত করা, নগর ভবন নির্মাণ, মহানগরীতে মেট্রোরেল স্থাপন, মাস্টার প্ল্যানের সুপারিশ মতে প্রস্তাবিত নতুন সড়ক নির্মাণ, ফিরিঙ্গীবাজার থেকে বারিক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, মুরাদপুর, ঝাউতলা, অক্সিজেন ও আকবর শাহ রেল ক্রসিংয়ের ওপর ওভার পাস নির্মাণ, ঢাকা ও হাটহাজারীমুখী বাস টার্মিনাল নির্মাণ, টোল রোলের পাশে কন্টেনার-ট্রাক টার্মিনাল নির্মাণ, গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ওভারপাস-আন্ডারপাস নির্মাণ, ড্রেনেজ মাস্টারপ্ল্যান মতে প্রস্তাবিত ড্রেনসমূহ নির্মাণ, ড্রেনেজ মাস্টারপ্ল্যানের সুপারিশ মতে শীতলঝর্না থেকে নোয়াখাল পর্যন্ত নতুন খাল নির্মাণ, চাক্তাই ও মহেশখালের সম্প্রসারণসহ উভয়পাশে সড়ক নির্মাণ, হিজড়া খাল।
×