ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পকেটে গাঁজা দিয়ে চাঁদাবাজি ॥ কনস্টেবল সাসপেন্ড

প্রকাশিত: ০৪:৩১, ৩১ জুলাই ২০১৭

পকেটে গাঁজা দিয়ে চাঁদাবাজি ॥ কনস্টেবল সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩০ জুলাই ॥ পকেটে গাঁজা দিয়ে চাঁদাবাজির অভিযোগে নোমান নামে এক কনস্টেবলকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। রবিবার দুপুরে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। কনস্টেবল নোমান কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। জানা যায়, ভিকটিমের নাম অর্জুন শীল (১৭)। রাজধানীর মিটফোর্ড এলাকায় স্মার্ট হেয়ার কাটিং সেলুনের কর্মচারী সে। শনিবার রাত ৮টার দিকে আগানগর বাঁধ এলাকায় ঘুরতে আসলে সাদা পোশাকে থাকা কনস্টেবল নোমান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অর্জুনকে আটক করে। এসময় পকেটে হাত ঢুকিয়ে গাঁজা পাওয়া গেছে জানিয়ে অর্জুনকে নানাভাবে ভয়ভীতি দেখায় এবং মারধর করে। এক পর্যায়ে নোমান ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে খবর পেয়ে সেলুনের মালিক ২ হাজার টাকা পাঠিয়ে দেন। এতে কাজ হবে না জানিয়ে অর্জুনের বাবার কাছে ফোন করে আরও ১৮ হাজার টাকা দাবি করে নোমান। এ সময় ঘটনা জানতে স্থানীয়রা জড়ো হলে নোমান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। লোকজনের সন্দেহ হলে র‌্যাবকে খবর দেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১০ একটি টহলদল ঘটনাস্থলে এসে নোমানকে আটক করে। পরে তার পরিচয় জানতে পেরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়। মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ঘটনাস্থলে গিয়ে নোমান ও অর্জুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
×