ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় রোগীর মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

প্রকাশিত: ০৬:১৫, ২৯ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় রোগীর মৃত্যু ॥ ক্লিনিক ভাংচুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে বেসরকারী একটি ক্লিনিকে ভাংচুর করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌরশহরের কুমারশীল মোড়স্থ ‘গ্রামীণ হাসপাতাল জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি বেসরকারী ক্লিনিকে ভাংচুর চালায় রোগীর স্বজনরা। মৃত মতিউর রহমান জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে। নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার আসলাম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল অস্ত্রোপচারের (অপারেশন) জন্য বলেন। এরপর দুই ঘণ্টা ধরে মতিউরের টনসিল অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতির কথা জানিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ। এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়।
×