ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তদন্ত কমিটি ॥ চিঠি দেয়া হচ্ছে ২০১ প্রতিষ্ঠানে

কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

প্রকাশিত: ০৬:৪২, ২৬ জুলাই ২০১৭

কুমিল্লা বোর্ডে ফল বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জুলাই ॥ সদ্য প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। এছাড়াও ফল খারাপ করেছে এমন ২০১ শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের সচিব প্রফেসর মোঃ আবদুস ছালাম। জানা যায়, এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলার ৩৯০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩৭২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে মাত্র ৪৯ হাজার ৭০৪ জন। গড় পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ। অস্বাভাবিক এ ফল বিপর্যয়ে সমালোচনার মুখে পড়ে বোর্ড কর্তৃপক্ষ। এ কারণ অনুসন্ধানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাসেরকে আহ্বায়ক এবং উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের এক কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ফল বিপর্যয়ের কারণ এবং ভবিষ্যতে করণীয় নির্ধারণে সুপারিশ করতে বলা হয়েছে। অপরদিকে বোর্ডের অর্জিত ৪৯.৫২ শতাংশের নিচে ফেল করা ২০১টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ফল খারাপ হওয়ার কারণ এবং ভবিষ্যতে ভাল করতে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে পরামর্শ চেয়ে ওই চিঠি দেয়া হচ্ছে বলে বোর্ড সূত্র জানিয়েছে। জেলাওয়ারী খারাপ করা প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছেÑ কুমিল্লায় ৮৯, বি-বাড়িয়া ২৩, লক্ষ্মীপুরে ১৭, চাঁদপুরে ২৬, ফেনীতে ২২ এবং নোয়াখালী জেলায় ২৪টি।
×