ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাস্ট চার্জিং গাড়ি

প্রকাশিত: ০৫:৪৫, ২৬ জুলাই ২০১৭

ফাস্ট চার্জিং গাড়ি

বৈদ্যুতিক গাড়ির বাজারে নজর বাড়াচ্ছে টয়োটা মোটর কর্পোরেশন। ২০২২ সালে নতুন বৈদ্যুতিক গাড়ি আনার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। জাপানী এই প্রতিষ্ঠান গাড়িগুলোতে নতুন ধরনের ব্যাটারি ব্যবহার করবে। এতে চার্জের সময় কমবে আর চার্জপ্রতি গাড়ির মাইলেজও বাড়বে। সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে গাড়িগুলো তৈরি করার কথা রয়েছে। এতে তরল ব্যাটারির পরিবর্তে অল-সলিড-স্টেট ব্যাটারি ব্যবহার করা হবে। কয়েক মিনিটের মধ্যে এ গাড়িগুলো চার্জ করা যাবে। বর্তমানে বৈদ্যুতিক গাড়িগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফাস্ট চার্জার দিয়েও এই ব্যাটারিগুলো চার্জ করতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। আর গাড়িগুলো চলার পরিসীমা হয় ৩০০ থেকে ৪০০ কিলোমিটার। সলিড-স্টেট ব্যাটারিতে তরলের পরিবর্তে শক্ত ইলেক্ট্রোলাইট ব্যবহার করা হয়, যা বাজারের লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে নিরাপদ। চুনিচি শিম্বুন
×