ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে রাজমিস্ত্রি

প্রকাশিত: ০৪:২৫, ২৫ জুলাই ২০১৭

রূপগঞ্জে রাজমিস্ত্রি

নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভাসানী (৪০) নামে এক রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার দুপুরে উপজেলার সুলিপিনা এলাকার কুড়িল বিশ^রোড সড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত ভাসানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চোরামপুর চন্দ্রীপুর এলাকার মঈন উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বসবাস করে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। ইতিহাস চর্চা জাতিকে করে আত্মপ্রত্যয়ী ও মানবমুখী ॥ চবি উপাচার্য স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইতিহাস চর্চা জাতিকে করে আত্মপ্রত্যয়ী ও মানবমুখী। এছাড়া সত্যনুসন্ধানী, তথ্যনির্ভর ও যুক্তিনিষ্ঠ ইতিহাস দেশ ও জাতিকে যেমন আলোর পথ দেখায় তেমনি খ-িত ও বিকৃত ইতিহাস জাতিকে করে বিভ্রান্ত এবং প্রজন্মের সন্তানদের করে বিপথগামী। উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল করিমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় কথাগুলো বলেন চবির বর্তমান উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদ গ্যালারিতে সোমবার এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চবির উ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। চবি উপাচার্য বলেন, ক্ষণজন্মা পুরুষ এ মেধাবী এবং গুণী শিক্ষক জীবদ্দশায় ছিলেন আত্মনিবেদিত একজন ইতিহাস গবেষক। বিশ্বের বিভিন্ন উন্নত বিশ্ববিদ্যালয়ে তাঁর রচিত পুস্তকসমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে। তাঁর অসাধারণ পা-িত্য ও প্রতিভা গুণে দেশে-বিদেশে তিনি একজন প্রতিথযশা ইতিহাসবিদ হিসেবে সমাদৃত।
×