ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ঝড়ে ১৮ ঘর লন্ডভন্ড ॥ আহত ৩

প্রকাশিত: ০৪:২৩, ২৫ জুলাই ২০১৭

রাঙ্গাবালীতে ঝড়ে ১৮ ঘর লন্ডভন্ড ॥ আহত ৩

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ সোমবার সকালে আকস্মিক চার-পাঁচ মিনিটের ঝড় ও ভারি বর্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী ও মাঝেরচর গ্রামে ১৮টি বসতঘর ল-ভ- হয়ে গেছে। এসময় ঘরের নিচে চাপা পড়ে শিশুসহ তিনজন আহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে চরলক্ষ্মী ও মাঝেরচর গ্রামে ঝড়ের আঘাতে ৮টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত এবং ১০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়টি চার-পাঁচ মিনিট স্থায়ী ছিল। এসময় ঘরে নিচে চাপা পড়ে খলিফারচরের বাসিন্দা ইউনূস হাওলাদারের দুই বছরের মেয়ে রোজামনি, একই গ্রামের মৃত শাজাহানের স্ত্রী রাহিমা বেগম ও তার ছেলে জাহিদুল ইসলাম আহত হয়। এদের মধ্যে রাহিমা বেগমকে গুরুতর আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চরলক্ষ্মী ২ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার মিজানুর রহমান ঘটনার বিবরণ দিয়ে জানান, ঝড়ে ১৮টি ঘর ল-ভ- হয়ে গেছে। কিছু ঘর ভিটা থেকে ১০-২০ হাত দূরে ছিনভিন্ন করে ফেলে রেখেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে আহাজারি চলছে।
×