ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হচ্ছে তিন বিভাগের সব চিকিৎসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:১৬, ২৫ জুলাই ২০১৭

রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হচ্ছে তিন বিভাগের সব চিকিৎসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চলতি শিক্ষাবর্ষ (২০১৭-২০১৮) থেকেই কার্যক্রম শুরু হচ্ছে রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের। দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও যুগোপযোগী নতুন নতুন কোর্স সংযোজন করে বিকাশ সাধনের উদ্যোগ নেয়া হয়েছে। শুরু থেকেই রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সরকারী-বেসরকারী মেডিক্যাল ও ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ ৪০টি চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করা হবে। রবিবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ মাসুম হাবিব এসব কথা জানান। সকালে রাজশাহী মেডিক্যাল কলেজের সভাকক্ষে ‘রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের বাস্তবায়ন এবং উন্নয়নে সুচিন্তিত মতামত প্রদান’ শীর্ষক এক মতবিনিময় সভা ভিসি ডাঃ মাসুম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় রামেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হাবিব, রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম, পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আব্দুস সোবহান, রামেকের উপাধ্যক্ষ ডাঃ নওশাদ আলীসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের নিযুক্ত ভিসি মাসুম হাবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, কাজের অগ্রগতি ও পরবর্তী কর্মপরিকল্পনার ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ও চিকিৎসাসেবায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।
×