ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সিগারেট চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৫:১৫, ২৪ জুলাই ২০১৭

 নেত্রকোনায় সিগারেট চুরির অভিযোগে  শিশুকে গাছে  বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ জুলাই ॥ সিগারেটের প্যাকেট চুরির অভিযোগে মাজহারুল (৫) নামের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার মদন উপজেলা পরিষদের সামনের সড়কের ফুটপাথে শান্তু মুন্সির দোকানে এ ঘটনা ঘটে। মাজহারুল মদন গ্রামের আজহারুলের ছেলে। স্থানীয় সাংবাদিকসহ পথচারীদের অনেকে ঘটনাটি দেখেন। জানা গেছে, রবিবার দুপুরে মাজহারুল মদন সদরের জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারে আসে। এ সময় সে শান্তু মুন্সির ফুটপাথের দোকান থেকে একটি সিগারেটের প্যাকেট হাতে নিলে দোকানদার শিশুটিকে আটক করে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি চুরির কথা অস্বীকার করে। অন্যদিকে শান্ত মুন্সি দাবি করেন সিগারেট চুরির অভিযোগেই তাকে এ শাস্তি দেয়া হয়। কিছুক্ষণ পর পথচারীরা এগিয়ে এসে শিশুটিকে মুক্ত করে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
×