ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া অঞ্চলে সাপের উপদ্রব ॥ জনমনে আতঙ্ক

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ জুলাই ২০১৭

বগুড়া অঞ্চলে সাপের উপদ্রব ॥ জনমনে আতঙ্ক

স্টাফ রিপোর্টার ॥ বগুড়া ও আশপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। জলবায়ু ও ভূপ্রকৃতির পরিবর্তনের কারণে সাপ তার আবাস হারিয়ে ফেলছে। প্রবেশ করছে লোকালয়ে। এমনকি নগরী, মহানগরী ও শহরাঞ্চলেও সাপের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। ইঁদুরের বিচরণ কমে যাওয়া প্রমাণ করে সাপের আনাগোনা বেড়েছে। কারণ সাপের অন্যতম প্রধান খাবার ইঁদুর। সাপ ইঁদুরের গর্তে ডিম দেয়। এদিকে এর সঙ্গে যোগ হয়েছে উজান থেকে নেমে আসা ঢলে অতিথি বিষধর সাপ। চিত্রÑ১: বগুড়া প্রেসক্লাবে বেশ কিছুদিন ধরেই ইঁদুরের উৎপাত কমে গেছে। এয়ারকুলার ঠিক করতে গিয়ে দেখা গেল কয়েকটি ছোট ইঁদুর লাফিয়ে পড়ল। ওই দিন সন্ধ্যায় ওয়াশ রুমের এক কোণায় সাপের খোলস দেখে পরিষ্কার ধারণা করা যায় সাপের আনাগোনা বেড়েছে। চিত্র-২ : স্টেশন রোডের অনেক ফল দোকানি হরহামেশাই তাদের ঘরে সাপের চলাচল লক্ষ্য করছেন। ফলের খাঁচি খুলতে গিয়ে লুকানো অনেক বড় সাপ দ্রুত সটকে পড়তে দেখেছেন। সাপ মারার বদলে ভয়ে সরে যান। চিত্র-৩ : সোনাতলার হরিখালি হাটের লোকজন মাটি খুঁড়তে গিয়ে ইঁদুরের গর্তে সাপের ডিম দেখতে পেয়ে ভীত হয়ে পড়েন।
×